Ajker Patrika

এসএসসির ফল নিয়ে দুশ্চিন্তায় ঘর পালিয়ে ভাতের হোটেলে কাজ, ১১ দিন পর উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
এসএসসির ফল নিয়ে দুশ্চিন্তায় ঘর পালিয়ে ভাতের হোটেলে কাজ, ১১ দিন পর উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ হওয়ার ১১ দিন পর রংপুর থেকে মো. মোস্তাকিম হক (১৫) নামে কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। 

মোস্তাকিম সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদ বাড়ির এনএম দিদারুল হকের (মৃত) ছেলে। সে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গত ২২ ডিসেম্বর একটি চিঠি লিখে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় মোস্তাকিম। এ ঘটনায় ২৩ ডিসেম্বর তার ভাই আজমাইন ফয়সাল হক একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার সকালে রংপুরের একটি খাবারের হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সীতাকুণ্ড থানায় আনার পর স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মুস্তাকিমের ভাই আজমাইন ফয়সাল হক জানান, এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হবে এই আশঙ্কায় পরিবারের কাউকে না জানিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় মোস্তাকিম। যাওয়ার আগে চিঠিতে সে ‘এ প্লাস’ না পাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে এবং মায়ের কাছে ক্ষমা চায়। বাড়ি থেকে পালিয়ে বাসে করে রংপুর চলে যায়। সেখানে একটি ভাতের হোটেলে কাজ নেয়। কিন্তু পরীক্ষার ফল প্রকাশের পর সে অপরিচিত একটি সেলফোন নম্বর থেকে কল করে ‘এ প্লাস’ পাওয়ার কথা জানায়। তবে কোথায় আছে তা না জানিয়েই কল কেটে দেয়। এরপর বিষয়টি পুলিশকে জানালে তারা ফোন নম্বর ট্র‌্যাক করে তাকে উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত