Ajker Patrika

মধ্যরাতে চবি ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

চবি প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৬: ৫০
মধ্যরাতে চবি ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

দিনভর উত্তেজনার পর মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের নেতা–কর্মীরা। এতে প্রাথমিকভাবে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা শাহ আমানত হলেও ছড়িয়ে পরে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়ে পরে দুই গ্রুপ। এ সময় উভয় পক্ষ একে অপরকে শত শত ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্রাথমিকভাবে দুজন আহত হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা তাদেরকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত