Ajker Patrika

টেকনাফে বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৪৭
টেকনাফে বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি ক্যাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

নিহতরা হলো টেকনাফ রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২৫ নম্বর ক্যাম্পের ডি-২৬ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫) ও সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৮)। তাদের পরিচয় নিশ্চিত করেছেন ক্যাম্প-২৫-এর প্রধান মাঝি নুরুল আমিন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লেদা ব্রিজের পাশ দিয়ে দুই রোহিঙ্গা শিশু সড়ক পার হচ্ছিল। এ সময় টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পায়রা সার্ভিসের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত