প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রামের প্রতিবন্ধী মো. মজিবুর রহমানের পরিবারকে নিয়ে সারা দেশে স্থানীয় দৈনিক 'আজকের পত্রিকায়' সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন সেই প্রতিবন্ধী মজিবুর রহমানের পরিবার। আজ শনিবার সকালে সেনাবাহিনীতে কর্মরত অসামরিক সদস্য মো. ওমর ফারুক নগদ ১০ হাজার টাকা ওই প্রতিবন্ধী মুজিবুরের পরিবারের হাতে তুলে দেন।
এর আগে গত শনিবার (৭ আগস্ট) আজকের পত্রিকার প্রিন্ট সংস্করণে 'সন্তান প্রতিবন্ধী, কষ্টে পরিবার' এবং আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ''আখাউড়ায় মানবেতর জীবন কাটাচ্ছে এক পরিবারে ৫ প্রতিবন্ধী" শিরোনামে একটি মানবিক সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর সেনাবাহিনীতে কর্মরত অসামরিক সদস্য ওমর ফারুক প্রতিবন্ধী পরিবারকে সহায়তা করার কথা জানান।
এদিকে এই মহামারি করোনাভাইরাসের দুঃসময়ে এমন সহায়তা পেয়ে প্রতিবন্ধী পরিবারটি অনেক খুশি। নগদ অর্থ প্রদানকারী মালয়েশিয়া প্রবাসী মো. মোশাররফ হোসেন ও সেনাবাহিনীতে কর্মরত অসামরিক সদস্য ওমর ফারুকের প্রতি তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মজিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, তাঁর পরিবারের মধ্যে তিনি ও তাঁর দুই ছেলে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। কিন্তু বাকিরা সরকারি কোনো ভাতা পাচ্ছে না। তা ছাড়া শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোনো কাজকর্ম করতে না পাড়ায় অভাব অনটনে দুর্বিষহ মানবেতর জীবনযাপন করতে হচ্ছে স্ত্রী-সন্তানদের নিয়ে। অভাবের কারণে তাঁর সন্তানদের পড়ালেখা যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়ে সাহায্যকারীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
প্রতিবন্ধীদের মা শারমিন আক্তার আজকের পত্রিকাকে জানান, একটি স্বাভাবিক সন্তান মানুষ করতে খুব কষ্ট করতে হয়। স্বামীসহ এক ঘরে পাঁচজন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একটি ছেলেকে যদি সরকারি কোন চাকরি দেওয়া যেতো তাহলে তাঁদের আর কোনো কষ্ট হতো না।
আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামের সন্তান সেনাবাহিনীতে কর্মরত অসামরিক সদস্য মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, আজকের পত্রিকায় সংবাদটা পড়ে খুব খারাপ লেগেছে আমার। আমার বাউতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মোশাররফ হোসেন এবং আমার সহযোগিতায় যতটুকু সামর্থ্য ছিল আমরা প্রতিবন্ধী এই পরিবারটিকে দেওয়ার চেষ্টা করেছি মাত্র এবং ভবিষ্যতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি মনে করি, অল্প কিছু মানুষ যদি এই প্রতিবন্ধী পরিবারটিকে একটু সহযোগিতা করে, তাহলে হয়তো মজিবুরের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।
তা ছাড়া বর্তমান বাংলাদেশ সরকার অসহায় হতদরিদ্র মানুষের জন্য যে সুযোগ-সুবিধা তৈরি করে রেখেছে, তা যদি স্থানীয় জনপ্রতিনিধিরা সঠিকভাবে বণ্টন করেন, তবে মজিবুরের মতো অনেক অসহায় মানুষের উপকার হবে। তিনি আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'পত্রিকাটি যেন বরাবরই এমন মানবিক আবেদনগুলো সামনে তুলে ধরে।'
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রামের প্রতিবন্ধী মো. মজিবুর রহমানের পরিবারকে নিয়ে সারা দেশে স্থানীয় দৈনিক 'আজকের পত্রিকায়' সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন সেই প্রতিবন্ধী মজিবুর রহমানের পরিবার। আজ শনিবার সকালে সেনাবাহিনীতে কর্মরত অসামরিক সদস্য মো. ওমর ফারুক নগদ ১০ হাজার টাকা ওই প্রতিবন্ধী মুজিবুরের পরিবারের হাতে তুলে দেন।
এর আগে গত শনিবার (৭ আগস্ট) আজকের পত্রিকার প্রিন্ট সংস্করণে 'সন্তান প্রতিবন্ধী, কষ্টে পরিবার' এবং আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ''আখাউড়ায় মানবেতর জীবন কাটাচ্ছে এক পরিবারে ৫ প্রতিবন্ধী" শিরোনামে একটি মানবিক সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর সেনাবাহিনীতে কর্মরত অসামরিক সদস্য ওমর ফারুক প্রতিবন্ধী পরিবারকে সহায়তা করার কথা জানান।
এদিকে এই মহামারি করোনাভাইরাসের দুঃসময়ে এমন সহায়তা পেয়ে প্রতিবন্ধী পরিবারটি অনেক খুশি। নগদ অর্থ প্রদানকারী মালয়েশিয়া প্রবাসী মো. মোশাররফ হোসেন ও সেনাবাহিনীতে কর্মরত অসামরিক সদস্য ওমর ফারুকের প্রতি তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মজিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, তাঁর পরিবারের মধ্যে তিনি ও তাঁর দুই ছেলে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। কিন্তু বাকিরা সরকারি কোনো ভাতা পাচ্ছে না। তা ছাড়া শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোনো কাজকর্ম করতে না পাড়ায় অভাব অনটনে দুর্বিষহ মানবেতর জীবনযাপন করতে হচ্ছে স্ত্রী-সন্তানদের নিয়ে। অভাবের কারণে তাঁর সন্তানদের পড়ালেখা যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়ে সাহায্যকারীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
প্রতিবন্ধীদের মা শারমিন আক্তার আজকের পত্রিকাকে জানান, একটি স্বাভাবিক সন্তান মানুষ করতে খুব কষ্ট করতে হয়। স্বামীসহ এক ঘরে পাঁচজন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একটি ছেলেকে যদি সরকারি কোন চাকরি দেওয়া যেতো তাহলে তাঁদের আর কোনো কষ্ট হতো না।
আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামের সন্তান সেনাবাহিনীতে কর্মরত অসামরিক সদস্য মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, আজকের পত্রিকায় সংবাদটা পড়ে খুব খারাপ লেগেছে আমার। আমার বাউতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মোশাররফ হোসেন এবং আমার সহযোগিতায় যতটুকু সামর্থ্য ছিল আমরা প্রতিবন্ধী এই পরিবারটিকে দেওয়ার চেষ্টা করেছি মাত্র এবং ভবিষ্যতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি মনে করি, অল্প কিছু মানুষ যদি এই প্রতিবন্ধী পরিবারটিকে একটু সহযোগিতা করে, তাহলে হয়তো মজিবুরের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।
তা ছাড়া বর্তমান বাংলাদেশ সরকার অসহায় হতদরিদ্র মানুষের জন্য যে সুযোগ-সুবিধা তৈরি করে রেখেছে, তা যদি স্থানীয় জনপ্রতিনিধিরা সঠিকভাবে বণ্টন করেন, তবে মজিবুরের মতো অনেক অসহায় মানুষের উপকার হবে। তিনি আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'পত্রিকাটি যেন বরাবরই এমন মানবিক আবেদনগুলো সামনে তুলে ধরে।'
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে