হিমেল চাকমা, রাঙামাটি
চাকমা শব্দ ‘ছদক’ অর্থ ‘আলোর রশ্মি’। নামের সঙ্গে মিল রেখে আলো ছড়াচ্ছে রাঙামাটির ছদক ক্লাব। জেলার যেকোনো ক্রীড়া প্রতিযোগিতায় সবসময় শিরোপা ধরে রাখার দাবি রাখে এ ক্লাবটি। এ ছাড়া সামাজিক অনুষ্ঠানেও অবদান রাখছে ক্লাবটি।
১৯৮২ সালে একটি বেড়ার ঘরে জন্ম ছদক ক্লাবের। জেলার ক্রীড়া প্রতিযোগিতায় কখনো চ্যাম্পিয়ন, কখনো রানার্সআপ হয়েছে এ ক্লাব। তাই যেকোনো প্রতিযোগিতায় প্রতিপক্ষের কাছে সমীহের কারণ হয়ে দাঁড়িয়েছে ক্লাবটি। সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম শ্রেণি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় ছদক ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে শিক্ষাক্ষেত্রেও অবদান রাখছে ছদক ক্লাব। প্রতিবছর বিজু উৎসবে সাংস্কৃতিক ও শিক্ষা বৃত্তি প্রদানের আয়োজন করে। প্রথম থেকে অষ্টম পর্যন্ত প্রতিটি শ্রেণি থেকে তিনজন করে বৃত্তি দেওয়া হয় এই ক্লাব থেকে।
রাঙামাটি শহরের বনরূপা বাজারের শেষ মাথায় অবস্থিত ছদক ক্লাব। সম্প্রতি এই ক্লাবে গিয়ে দেখা যায়, অসমাপ্ত অবস্থায় আছে ছদক ক্লাবের ভবন। ভবনটি জনকল্যাণে ব্যবহার হচ্ছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ক্লাবের হলরুম ব্যবহার করা হয়।
ক্লাবের অফিস কক্ষে গিয়ে দেখা যায়, সারি সারি সাজানো বিভিন্ন প্রতিযোগিতায় পাওয়া ট্রফি। দেয়ালে টাঙানো হয়েছে বিজয়ী দলের ছবি। এর মধ্যে ক্লাবের হয়ে খেলা জাতীয় দলের সাবেক ফুটবলার বরুণ দেওয়ানের ছবিও আছে।
ক্লাবের নেতারা জানান, সর্বশেষ গত ৫ মার্চ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ সদস্যের কমিটিতে প্রীতিময় চাকমা সভাপতি ও হেডম্যান দীপেন দেওয়ান টিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক দীপেন দেওয়ান বলেন, প্রতিষ্ঠার পর থেকে ক্রীড়ায় সাফল্য অর্জন করে যাচ্ছে ক্লাবটি। ১৯৯৫ সালে জেলা প্রশাসক গোল্ডকাপ, ২০০৩ সালে ইউএনডিপি আঞ্চলিক ক্রিকেট লিগ, ২০০৫ সালে ইউএনডিপি আঞ্চলিক গোল্ডকাপ, একই বছরে পুলিশ সুপার ভলিবল গোল্ডকাপ জয় করেছে ক্লাবটি। এ ছাড়া ২০১১, ২০১৩, ২০১৮ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় ছদক ক্লাব।
ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা বলেন, ছদক ক্লাবকে বনরূপা, শশী দেওয়ানপাড়া, বলপেয়া আদামের আশ্রয়স্থল বলতে হবে। বর্তমান সময়ে জমির মূল্য বেড়ে যাওয়ায় কারও বাড়ির উঠান পর্যন্ত নেই। এ কারণে ঘরেই বড় বা মাঝারি ধরনের সামাজিক অনুষ্ঠান করা কঠিন হয়েছে। এ অবস্থায় ছদক ক্লাব আশীর্বাদ হয়েছে সবার। ক্লাবের হলরুম স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হচ্ছে।
প্রীতিময় চাকমা বলেন, ‘রাঙামাটি শহরের ক্লাবগুলোতে জুয়া ও মদের আসর বসে বলে বদনাম আছে। আমরা এ থেকে ১০০ হাত দূরে। নিজেদের দুর্নাম ঘোষাতে অনেকে আমাদের দিকে আঙুল তুলতে পারেন, কিন্তু ছদক ক্লাবটি সমাজে শৃঙ্খলা ধরে রাখতে বদ্ধপরিকর।’
চাকমা শব্দ ‘ছদক’ অর্থ ‘আলোর রশ্মি’। নামের সঙ্গে মিল রেখে আলো ছড়াচ্ছে রাঙামাটির ছদক ক্লাব। জেলার যেকোনো ক্রীড়া প্রতিযোগিতায় সবসময় শিরোপা ধরে রাখার দাবি রাখে এ ক্লাবটি। এ ছাড়া সামাজিক অনুষ্ঠানেও অবদান রাখছে ক্লাবটি।
১৯৮২ সালে একটি বেড়ার ঘরে জন্ম ছদক ক্লাবের। জেলার ক্রীড়া প্রতিযোগিতায় কখনো চ্যাম্পিয়ন, কখনো রানার্সআপ হয়েছে এ ক্লাব। তাই যেকোনো প্রতিযোগিতায় প্রতিপক্ষের কাছে সমীহের কারণ হয়ে দাঁড়িয়েছে ক্লাবটি। সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম শ্রেণি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় ছদক ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে শিক্ষাক্ষেত্রেও অবদান রাখছে ছদক ক্লাব। প্রতিবছর বিজু উৎসবে সাংস্কৃতিক ও শিক্ষা বৃত্তি প্রদানের আয়োজন করে। প্রথম থেকে অষ্টম পর্যন্ত প্রতিটি শ্রেণি থেকে তিনজন করে বৃত্তি দেওয়া হয় এই ক্লাব থেকে।
রাঙামাটি শহরের বনরূপা বাজারের শেষ মাথায় অবস্থিত ছদক ক্লাব। সম্প্রতি এই ক্লাবে গিয়ে দেখা যায়, অসমাপ্ত অবস্থায় আছে ছদক ক্লাবের ভবন। ভবনটি জনকল্যাণে ব্যবহার হচ্ছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ক্লাবের হলরুম ব্যবহার করা হয়।
ক্লাবের অফিস কক্ষে গিয়ে দেখা যায়, সারি সারি সাজানো বিভিন্ন প্রতিযোগিতায় পাওয়া ট্রফি। দেয়ালে টাঙানো হয়েছে বিজয়ী দলের ছবি। এর মধ্যে ক্লাবের হয়ে খেলা জাতীয় দলের সাবেক ফুটবলার বরুণ দেওয়ানের ছবিও আছে।
ক্লাবের নেতারা জানান, সর্বশেষ গত ৫ মার্চ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ সদস্যের কমিটিতে প্রীতিময় চাকমা সভাপতি ও হেডম্যান দীপেন দেওয়ান টিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক দীপেন দেওয়ান বলেন, প্রতিষ্ঠার পর থেকে ক্রীড়ায় সাফল্য অর্জন করে যাচ্ছে ক্লাবটি। ১৯৯৫ সালে জেলা প্রশাসক গোল্ডকাপ, ২০০৩ সালে ইউএনডিপি আঞ্চলিক ক্রিকেট লিগ, ২০০৫ সালে ইউএনডিপি আঞ্চলিক গোল্ডকাপ, একই বছরে পুলিশ সুপার ভলিবল গোল্ডকাপ জয় করেছে ক্লাবটি। এ ছাড়া ২০১১, ২০১৩, ২০১৮ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় ছদক ক্লাব।
ক্লাবের সভাপতি প্রীতিময় চাকমা বলেন, ছদক ক্লাবকে বনরূপা, শশী দেওয়ানপাড়া, বলপেয়া আদামের আশ্রয়স্থল বলতে হবে। বর্তমান সময়ে জমির মূল্য বেড়ে যাওয়ায় কারও বাড়ির উঠান পর্যন্ত নেই। এ কারণে ঘরেই বড় বা মাঝারি ধরনের সামাজিক অনুষ্ঠান করা কঠিন হয়েছে। এ অবস্থায় ছদক ক্লাব আশীর্বাদ হয়েছে সবার। ক্লাবের হলরুম স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হচ্ছে।
প্রীতিময় চাকমা বলেন, ‘রাঙামাটি শহরের ক্লাবগুলোতে জুয়া ও মদের আসর বসে বলে বদনাম আছে। আমরা এ থেকে ১০০ হাত দূরে। নিজেদের দুর্নাম ঘোষাতে অনেকে আমাদের দিকে আঙুল তুলতে পারেন, কিন্তু ছদক ক্লাবটি সমাজে শৃঙ্খলা ধরে রাখতে বদ্ধপরিকর।’
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া খেজুরতলা এলাকায় বাসের সাথে ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তারা হলেন সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের বড় বারৈহাটি গ্রামের কৈনুদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৫৫) ও আবু তাহেরের ছেলে আখতার মৃধা (৪৫)। শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনাটোরে ইমরান নামে এক যুবককে অপহরণ চেষ্টার অভিযোগে মো. ওয়াদুদ (১৮) এবং রব্বানী (২৪) নামের দুই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেছে পুলিশ। আটককৃত কনটেন্ট ক্রিয়েটরদের একজন ওয়াদুদ বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং রব্বানী গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলুমিয়ার ছেলে...
২৭ মিনিট আগেপাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম উদ্দিন মাষ্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের...
৩০ মিনিট আগেবিদেশে পড়াশোনা, চাকরি বা বসবাসের স্বপ্ন পূরণে জাপানি ভাষা শেখা অত্যন্ত জরুরি। বাংলাদেশে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান এ ভাষা শিক্ষা দিচ্ছে। তবে এসব চেষ্টার বাইরেও একজন জাপানি নাগরিক স্বেচ্ছায় তরুণদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর নাম তোকুমোতো কুমিকো।
৬ ঘণ্টা আগে