Ajker Patrika

রাঙামাটিতে এক দিনে শনাক্ত ৪০ জন

প্রতিনিধি, রাঙামাটি
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১০: ৪০
রাঙামাটিতে এক দিনে শনাক্ত  ৪০ জন

রাঙামাটিতে এক দিনে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সংগ্রহকৃত নমুনা পরীক্ষা শেষে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, গতকাল শনিবার ১০৩টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৮৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৩৩ জন রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে কাপ্তাইয়ের ৫, লংগদুর ২ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৪ জন। মারা গেছেন ২০ জন। সর্বশেষ মারা গেছেন গত ২০ জুন।

রাঙামাটি করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন ১০ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩৮ হাজার ৩১৮ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ হাজার ৮৮১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত