Ajker Patrika

কোম্পানীগঞ্জে আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৮ 

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
কোম্পানীগঞ্জে আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৮ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ওই বাড়ির অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা সবাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সমর্থক। ঘটনার জন্য চরএলাহীর চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে দায়ী করছেন আহতরা। 

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চরএলাহী ৪ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, খালেক মেম্বারের ছেলে বাহার উদ্দিন (৩০), হেলাল মেম্বারের ছেলে রুবেল হোসেন (২৫), জামাল উদ্দিনের ছেলে মো ইউছুফ (২৮), সিরাজ উদ্দিনের ছেলে সবুজ মিয়া (৩৫), ইলিয়াছ (২৮), বেলালের ছেলে ফিরোজ (২৩), নূর উদ্দিনের ছেলে হেলাল (৪০) ও জাইদর মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চরএলাহী ৪ নম্বর ওয়ার্ডের হেলাল মেম্বার ও আব্দুল গনির বাড়ির দিক থেকে ব্যাপক গুলি ও মানুষের চিৎকারের শব্দ শোনা যায়। পরে এগিয়ে গিয়ে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দেখেন তাঁরা। আহতদের সবার শরীরের শটগানের গুলি লেগেছে বলে জানান স্থানীয়রা। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি অভিযোগ করে বলেন, `আমরা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই মেয়র আব্দুল কাদের মির্জার সমর্থক। মির্জার সমর্থন করা ও গত ২৫ জুন র্যাবের হাতে অস্ত্রসহ আটক হওয়া সন্ত্রাসীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তাঁর সন্ত্রাসী বাহিনী রাতে আধারে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁরা ঘুমন্ত নারী-পুরুষের ওপর বৃষ্টিরমত গুলি করে। এতে আমাদের ৮ জন লোক গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলিবিদ্ধ সবাইকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।' 

চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, `এগুলো গনি ও তাঁর লোকজনের সাজানো নাটক। তাঁরা রাতে আমার বাড়িতে হামলা চালিয়ে ওই ঘটনা চাপা দিতে তাঁদের বাড়িতে হামলার অভিযোগ করেছে। রাজ্জাকের দাবি শান্ত পরিস্থিতিকে অশান্ত করে তুলতে তাঁরা নিজেরা এসব ঘটনা সৃষ্টি করছে।' 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, হামলায় কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আহতদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত