Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নোয়াখালীর শেখ ফরিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৬: ৫৭
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নোয়াখালীর শেখ ফরিদ গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত শেখ ফরিদকে (৭০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। তাঁর বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত থাকার অভিযোগে যুদ্ধাপরাধী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-২। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

গ্রেপ্তার শেখ ফরিদ কোম্পানীগঞ্জ উপজেলার বাঞ্জারাম এলাকার মৃত আফজাল হক ওরফে আলী আজমের ছেলে।

শিহাব করিম জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নোয়াখালী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে শেখ ফরিদসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অগ্নিসংযোগ, পাশবিক নির্যাতন, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত