Ajker Patrika

রামগতিতে স্বর্ণালংকার নিয়ে উধাও কারিগর

রামগতি (লক্ষ্মীপুরে) 
রামগতিতে স্বর্ণালংকার নিয়ে উধাও কারিগর

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্বর্ণালংকার নিয়ে উধাও স্বর্ণের দোকানের কারিগর পলাশ হালদার (৩৫)। গত বুধবার বিকেলে উপজেলার রামগতি বাজারের মীর রোডে কাঁকন স্বর্ণ শিল্পালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫-২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দোকানের মালিক অভিযোগ করেন। 

কাঁকন স্বর্ণ শিল্পালয়ের স্বত্বাধিকারী দুর্লভ সাহা বলেন, ‘কারিগর পলাশ হালদার প্রায় দেড় মাস আগে আমার দোকানে কাজ শুরু করেন। প্রতিদিনের মতো তাঁকে দোকানে রেখে আমি দুপুরের খাবার খেতে বাড়িতে আসি। পরবর্তীতে খাবার খেয়ে বিকেলে দোকানে গিয়ে দেখি আমার দোকানে সাজানো প্রায় ১৫-২০ ভরি স্বর্ণালংকার তালা ভেঙে লুট করে পলাশ চলে যায়। তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। পলাশ আমার সরলতার সুযোগে আমাকে সর্বস্বান্ত করে দিল।’ 

জানা যায়, কারিগর পলাশ হালদারের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার সার্করাইল গ্রামে। তাঁর গ্রামের বাড়িতেও খোঁজ করেও মেলেনি তাঁর সন্ধান। এ নিয়ে হতাশায় ভুক্তভোগীর পরিবার। 

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত