Ajker Patrika

কর্ণফুলীতে মোটরসাইকেলকে কাভার্ড ভ্যানের ধাক্কা, যুবক নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে মোটরসাইকেলকে কাভার্ড ভ্যানের ধাক্কা, যুবক নিহত

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। নিহত যুবকের নাম মনিরুল ইসলাম (৩২)। আহত মোটরসাইকেল চালক মোহাম্মদ ইদ্রিস (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ

আজ শনিবার সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফকিনীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ও আহত মোহাম্মদ ইদ্রিস একে অপরের খালাতো ভাই। মনিরুল বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জগুন তাজের বাড়ির মো. আবু কালামের ছেলে। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গত শুক্রবার রাতে খালাতো ভাই মো. করিমের মেয়েকে হাসপাতালে দেখতে যান মনিরুল ও ইদ্রিছ। শনিবার সকাল সাতটার দিকে বাঁশখালীতে ফেরার পথে কর্ণফুলীর ফকিনীর হাট এলাকায় এলে পেছন দিক দিয়ে আসা কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। এতে গুরুতর আহত হন তাঁরা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা এগারোটার দিকে সেখানে মারা যান মনিরুল। 

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বজনরা থানায় কোনো মামলা করেননি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত