Ajker Patrika

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে নারীর স্বর্ণের চেইন ছিনতাই, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের টেরিবাজারে প্রকাশ্যে ছুরির ভয় দেখিয়ে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের দৃশ্য পাশেই একটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ওই ভিডিও ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই আসামিকে শনাক্তের পর বিকেলেই তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের দায় স্বীকার করেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আনুমানিক পঞ্চাশোর্ধ্ব এ ব্যক্তি টেরিবাজারে একটি গলির ভেতর ঢুকছেন। তাঁর হাতে ছিল পলিথিনের ব্যাগ ও কাপড়। আগে থেকে ওই নারীর পিছু নেওয়া দুই যুবক পরে ছুরির ভয় দেখিয়ে ওই নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ওই নারী চিৎকার ও বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে নিচে পড়ে যায়। এ সময় এক ছিনতাইকারী তাঁর গলা থেকে চেইনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তা প্রত্যক্ষ করলেও ছিনতাইকারীদের একজন পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে ছুরির ভয় দেখালে তিনি দ্রুত সটকে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দক্ষিণ এশিয়ার নয়া আঞ্চলিক জোটের সম্ভাব্য নাম ‘সাকা’, প্রথম সম্মেলন ইসলামাবাদে

ইয়েমেনে ক্লিনিক খুলে ফেঁসে গেছেন ভারতীয় নার্স, এখন ফাঁসির অপেক্ষা

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত