Ajker Patrika

চট্টগ্রামে প্রকাশ্যে নারীর স্বর্ণের চেইন ছিনতাই, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২৩: ৪৭
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের টেরিবাজারে প্রকাশ্যে ছুরির ভয় দেখিয়ে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের দৃশ্য পাশেই একটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ওই ভিডিও ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই আসামিকে শনাক্তের পর বিকেলেই তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের দায় স্বীকার করেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি টেরিবাজারে একটি গলির ভেতর ঢুকছেন। তাঁর হাতে ছিল পলিথিনের ব্যাগ ও কাপড়। আগে থেকে ওই নারীর পিছু নেওয়া দুই যুবক পরে ছুরির ভয় দেখিয়ে ওই নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ওই নারী চিৎকার এবং বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে নিচে পড়ে যায়। এ সময় এক ছিনতাইকারী তাঁর গলা থেকে চেইনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তা প্রত্যক্ষ করলেও ছিনতাইকারীদের একজন পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে ছুরির ভয় দেখালে তিনি দ্রুত সটকে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত