নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের টেরিবাজারে প্রকাশ্যে ছুরির ভয় দেখিয়ে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের দৃশ্য পাশেই একটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ওই ভিডিও ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই আসামিকে শনাক্তের পর বিকেলেই তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের দায় স্বীকার করেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি টেরিবাজারে একটি গলির ভেতর ঢুকছেন। তাঁর হাতে ছিল পলিথিনের ব্যাগ ও কাপড়। আগে থেকে ওই নারীর পিছু নেওয়া দুই যুবক পরে ছুরির ভয় দেখিয়ে ওই নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ওই নারী চিৎকার এবং বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে নিচে পড়ে যায়। এ সময় এক ছিনতাইকারী তাঁর গলা থেকে চেইনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তা প্রত্যক্ষ করলেও ছিনতাইকারীদের একজন পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে ছুরির ভয় দেখালে তিনি দ্রুত সটকে পড়েন।
চট্টগ্রাম নগরের টেরিবাজারে প্রকাশ্যে ছুরির ভয় দেখিয়ে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের দৃশ্য পাশেই একটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ওই ভিডিও ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই আসামিকে শনাক্তের পর বিকেলেই তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের দায় স্বীকার করেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি টেরিবাজারে একটি গলির ভেতর ঢুকছেন। তাঁর হাতে ছিল পলিথিনের ব্যাগ ও কাপড়। আগে থেকে ওই নারীর পিছু নেওয়া দুই যুবক পরে ছুরির ভয় দেখিয়ে ওই নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ওই নারী চিৎকার এবং বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে নিচে পড়ে যায়। এ সময় এক ছিনতাইকারী তাঁর গলা থেকে চেইনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তা প্রত্যক্ষ করলেও ছিনতাইকারীদের একজন পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে ছুরির ভয় দেখালে তিনি দ্রুত সটকে পড়েন।
প্রশাসন এক লাখ টাকার লোভও সামলাতে পারে না বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। গতকাল সোমবার সন্ধ্যায় ঘিওর উপজেলার শ্রীধর নগরে নদীভাঙন ও অবৈধ ড্রেজারবিরোধী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
৩ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাজেদুল ইসলাম ওরফে ইজদার (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাজেদুল ইসলামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামে।
৪ মিনিট আগেগভীর রাতে নারীর ঘরে ঢুকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। এরপর থেকে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই নারী। বিষয়টি সবাইকে জানিয়ে দেবেন বললেই বাড়ির মালিক ও লম্পট ছেলে বিবাহের আশ্বাস দেন। এভাবে কেটে যায় ৯ মাস। সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করেন অপবাদ দিয়ে।
১১ মিনিট আগেনওগাঁর মান্দায় ব্যাটারিচালিত অটোরিকশা আটককে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর জেরে টানা দুই দিন ধরে প্রসাদপুর-জোতবাজার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা।
১৫ মিনিট আগে