নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রায় সাড়ে চার মাস আগে অগ্নি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো লিমিটেড পোশাক খাতের রপ্তানি পণ্য ব্যবস্থাপনার ৯ শর্তে সাময়িক অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান তিন মাসের জন্য সাময়িক এই অনুমোদন দেন।
চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুধু কাস্টমস শুধু সাময়িক অনুমতি দিয়েছে। বন্দর থেকে অনাপত্তি নিতে হবে।’
৯টি শর্তের মধ্যে রয়েছে—বন্দরের অনাপত্তি, ডিপো-সংশ্লিষ্ট সব ধরনের নীতিমালা প্রতিপালন, অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার নীতিমালা বাস্তবায়ন ইত্যাদি। শর্তগুলো প্রতিপালন করা না হলে তিন মাস পর এই অনুমোদন বাতিল হয়ে যাবে বলে কাস্টমস কর্তৃপক্ষ চিঠিতে উল্লেখ করেছে।
এ সর্ম্পকে বিএম ডিপো ব্যবস্থাপক মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার কাস্টমস থেকে পোশাক খাতের রপ্তানি পণ্য ব্যবস্থাপনার অনুমোদন দিয়েছে এবং আজ বুধবার থেকেই রপ্তানি পণ্য ব্যবস্থাপনার সব কাজ আগের মত শুরু হয়েছে।
গত ৪ জুন রাতে বিএম ডিপোতে আগুন থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের ১৩ সদস্যসহ ৫১ ব্যক্তি নিহত হন। আহত হন দুই শতাধিক ব্যক্তি। অগ্নি বিস্ফোরণে ডিপোর একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দুর্ঘটনায় রপ্তানি পণ্যবাহী ১৫৪ কনটেইনার ও আমদানি পণ্যবাহী দুটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি পাওয়া চট্টগ্রামের ২০টি কনটেইনার ডিপোর একটি বিএম ডিপো। দুর্ঘটনার আগে বিএম ডিপোতে মোট আমদানি-রপ্তানি পণ্যের ৮ শতাংশ ব্যবস্থাপনা হতো।
এর আগে ২২ আগস্ট দুটি শর্তে খালি কনটেইনার সংরক্ষণ ও ওঠানো-নামানোর অনুমোদন পেয়েছিল ডিপোটি। চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপো সমিতির তথ্য অনুযায়ী, কার্যক্রম শুরুর পর সোমবার পর্যন্ত বিএম ডিপোতে ১ হাজার ৩৭৩ একক খালি কনটেইনার ওঠানো–নামানো হয়েছে।
প্রায় সাড়ে চার মাস আগে অগ্নি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো লিমিটেড পোশাক খাতের রপ্তানি পণ্য ব্যবস্থাপনার ৯ শর্তে সাময়িক অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান তিন মাসের জন্য সাময়িক এই অনুমোদন দেন।
চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুধু কাস্টমস শুধু সাময়িক অনুমতি দিয়েছে। বন্দর থেকে অনাপত্তি নিতে হবে।’
৯টি শর্তের মধ্যে রয়েছে—বন্দরের অনাপত্তি, ডিপো-সংশ্লিষ্ট সব ধরনের নীতিমালা প্রতিপালন, অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার নীতিমালা বাস্তবায়ন ইত্যাদি। শর্তগুলো প্রতিপালন করা না হলে তিন মাস পর এই অনুমোদন বাতিল হয়ে যাবে বলে কাস্টমস কর্তৃপক্ষ চিঠিতে উল্লেখ করেছে।
এ সর্ম্পকে বিএম ডিপো ব্যবস্থাপক মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার কাস্টমস থেকে পোশাক খাতের রপ্তানি পণ্য ব্যবস্থাপনার অনুমোদন দিয়েছে এবং আজ বুধবার থেকেই রপ্তানি পণ্য ব্যবস্থাপনার সব কাজ আগের মত শুরু হয়েছে।
গত ৪ জুন রাতে বিএম ডিপোতে আগুন থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের ১৩ সদস্যসহ ৫১ ব্যক্তি নিহত হন। আহত হন দুই শতাধিক ব্যক্তি। অগ্নি বিস্ফোরণে ডিপোর একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দুর্ঘটনায় রপ্তানি পণ্যবাহী ১৫৪ কনটেইনার ও আমদানি পণ্যবাহী দুটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি পাওয়া চট্টগ্রামের ২০টি কনটেইনার ডিপোর একটি বিএম ডিপো। দুর্ঘটনার আগে বিএম ডিপোতে মোট আমদানি-রপ্তানি পণ্যের ৮ শতাংশ ব্যবস্থাপনা হতো।
এর আগে ২২ আগস্ট দুটি শর্তে খালি কনটেইনার সংরক্ষণ ও ওঠানো-নামানোর অনুমোদন পেয়েছিল ডিপোটি। চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপো সমিতির তথ্য অনুযায়ী, কার্যক্রম শুরুর পর সোমবার পর্যন্ত বিএম ডিপোতে ১ হাজার ৩৭৩ একক খালি কনটেইনার ওঠানো–নামানো হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২২ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৭ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে