Ajker Patrika

হত্যার বিচারের দাবিতে সন্তানের মরদেহ নিয়ে পরিবারের রাস্তা অবরোধ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
হত্যার বিচারের দাবিতে সন্তানের মরদেহ নিয়ে পরিবারের রাস্তা অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্তানকে হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় জনগন। আজ মঙ্গলবার দুপুর থেকে উপজেলার মাধবপুর-নাসিরনগর সড়কের হরিপুর সড়কে মরদেহ রাস্তায় রেখে এ বিক্ষোভ করেন তাঁরা।

নিহত রাসেল উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়ার মো. আওয়াল মিয়ার ছেলে। সে স্থানীয় হরিপুর সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাসেল হত্যার পর নিহতের পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। মঙ্গলবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে শিশু রাসেল হত্যার বিচার ও প্রধান অভিযুক্ত কাপ্তান মিয়াকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে নিহতের পরিবার ও স্থানীয় জনগন। 

জানা যায়, গত দুই বছর ধরে টেকপাড়া গ্রামের মাটির রাস্তা দিয়ে ৪০টি ট্রাক দিয়ে ইটভাটার জন্য মাটি আনা-নেওয়া করা হয়। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। গত রোববার রাস্তা নষ্ট না করে মাটি আনতে বাধা দেয় নিহত রাসেলের বাবা মো. আওয়াল মিয়া। কিন্তু ট্রাকের মালিক ও ইটভাটার অংশীদার মো. কাপ্তান মিয়া তার প্রতিবাদের বিষয়টি মেনে নিতে না পারায় তার দলবল নিয়ে ওই পরিবারসহ স্থানীয়দের হুমকি দেন। এ সময় কাপ্তান স্থানীয়দের উপস্থিতিতে ঘোষণা দেয় ট্রাকের সামনে যা পড়বে সব মাটির সঙ্গে পিষে দিতে। পরদিন সোমবার দুপুরে ট্রাক দিয়ে ইটভাটায় মাটি নেওয়ার সময় নিহত রাসেল মিয়া ট্রাকের সামনে গেলে ট্রাকের নিচে চাপা দেন চালক। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের। 

এ বিষয়ে নিহত রাসেলের বাবা মো. আওয়াল মিয়া বলেন, মামলা করার জন্য থানা গিয়েছি অনেকবার। কিন্তু পুলিশ টাকা খেয়ে মামলা নিচ্ছে না। তাই সন্তানের মরদেহ নিয়ে রাস্তায় আসছি। বিচার না হওয়া পর্যন্ত মরদেহ দাফন করব না। 

তবে এ অভিযোগ অস্বীকার করে মো. কাপ্তান দাবি করে বলেন, ‘ট্রাক ড্রাইভার ছেলেটিকে মারছে। এ বিষয়ে আমার কোনো দোষ নাই।’ 

মামলা না নেওয়ার বিষয়ে নাসিরনগর থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার বলেন, ‘আমার কাছে কেউ এখনও মামলা করতে আসেনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত