Ajker Patrika

সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দুদকের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দুদকের 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ আটক কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মামলাটি করেন।

মামলাটি নথিভুক্ত করেন দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মুনিরুল ইসলাম। টাকাসহ আটক আতিকুর রহমান সিরাজগঞ্জ জেলার মীরপুর দক্ষিণ এলাকার মো. আবদুর রহমানের ছেলে।

গত শনিবার বিকেলে আতিকুর রহমানকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানিয়েছিলেন, ‘মামলার পাশাপাশি সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে তা শুরু হয়েছে। তিনি কীভাবে, কোথা থেকে এত টাকা পেলেন এবং তা ঢাকায় কেন নিয়ে গেছেন-সব বিষয়ে তদন্ত শুরু হয়েছে।’

উল্লেখ্য, গত শক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগ ভর্তি ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা নিয়ে ঢাকা শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে সার্ভেয়ার আতিকুর রহমান আটক হন। বিমানবন্দর থেকেই তাঁকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়। শুক্রবার রাতে আতিকুরকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে কক্সবাজার জেলা প্রশাসন। পরে শনিবার বিকেলে ৫৪ ধারায় তাঁকে থানা-পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত