Ajker Patrika

রাঙ্গুনিয়ায় চুলার আগুনে দগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ২৬
রূপালী দে। ছবি: সংগৃহীত
রূপালী দে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শিক্ষিকার নাম রূপালী দে (৩০)। তিনি উপজেলার শিলক ইউনিয়নের দিঘিরপাড় এলাকার বাসিন্দা শিক্ষক অপূর্ব দে’র স্ত্রী এবং শিলক ফকিরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিহত শিক্ষিকার চাচাতো ভাই অভি দে বলেন, রূপালী দে গত ৯ ডিসেম্বর সকালে রান্না করার সময় অসাবধানতাবশত চুলার আগুন লেগে দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং পরে ঢাকা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান।

নিহতের আত্মীয়স্বজনের বরাত দিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যুর সংবাদ জেনেছি। তবে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত