কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতর নির্মাণাধীন একটি ভবনের মালামাল চুরি সন্দেহে মহিউদ্দিন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবনের নৈশপ্রহরী মিজানুর রহমানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আজ বৃহস্পতিবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মহিউদ্দিনকে মারধরের ঘটনাটি ঘটে গত রোববার রাতে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতরে। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গতকাল বুধবার রাতে জেলার সদর থানায় পুলিশ বাদী হয়ে মিজানুরসহ অজ্ঞাত চার-পাঁচজনের নামে মামলা করেছে। মহিউদ্দিন মারা যাওয়ার বিষয়টি গতকাল প্রকাশ্যে এসেছে।
নিহত মহিউদ্দিন লালমনিরহাটের সৈয়দনগর এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মিজানুরের বাড়ি জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।
মহিউদ্দিন নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নিহতের পরিবারের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, রোববার রাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতর নির্মাণাধীন ভবনে চুরির অভিযোগে মহিউদ্দিনকে আটক করেন নৈশপ্রহরী মিজানুরসহ কয়েকজন। হাত-পা বেঁধে রাতভর তাঁকে মারধর করা হয়। পরদিন ৩ এপ্রিল সকালে মুমূর্ষু অবস্থায় ছেড়ে দেওয়া হয়। এরপর এক রিকশাচালক ওই যুবককে শহরের গাড়ির মাঠ এলাকায় রেখে যান। পরে স্থানীয় ভাঙারি ব্যবসায়ীরা মহিউদ্দিনকে জেলার সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।
ওসি রফিকুল বলেন, ‘মারধরের কারণে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৈশপ্রহরী মিজানুর আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে নিহত ওই যুবকের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। এতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আজ আদালতের মাধ্যমে মিজানুরকে কারাগারে পাঠানো হয়েছে।’
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুর বলেন, ‘অফিস কম্পাউন্ডের ভেতর নতুন একটি ভবন নির্মাণ হচ্ছে। এই ভবনের ঠিকাদারির দায়িত্ব পেয়েছেন টার্ন বিল্ডার্স। গ্রেপ্তার মিজানুর টার্ন বিল্ডার্সের নিয়োগ করা নৈশপ্রহরী ছিলেন। এ ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কেউ জড়িত নেই।’
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতর নির্মাণাধীন একটি ভবনের মালামাল চুরি সন্দেহে মহিউদ্দিন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবনের নৈশপ্রহরী মিজানুর রহমানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আজ বৃহস্পতিবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মহিউদ্দিনকে মারধরের ঘটনাটি ঘটে গত রোববার রাতে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতরে। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গতকাল বুধবার রাতে জেলার সদর থানায় পুলিশ বাদী হয়ে মিজানুরসহ অজ্ঞাত চার-পাঁচজনের নামে মামলা করেছে। মহিউদ্দিন মারা যাওয়ার বিষয়টি গতকাল প্রকাশ্যে এসেছে।
নিহত মহিউদ্দিন লালমনিরহাটের সৈয়দনগর এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মিজানুরের বাড়ি জেলার টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।
মহিউদ্দিন নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নিহতের পরিবারের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, রোববার রাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতর নির্মাণাধীন ভবনে চুরির অভিযোগে মহিউদ্দিনকে আটক করেন নৈশপ্রহরী মিজানুরসহ কয়েকজন। হাত-পা বেঁধে রাতভর তাঁকে মারধর করা হয়। পরদিন ৩ এপ্রিল সকালে মুমূর্ষু অবস্থায় ছেড়ে দেওয়া হয়। এরপর এক রিকশাচালক ওই যুবককে শহরের গাড়ির মাঠ এলাকায় রেখে যান। পরে স্থানীয় ভাঙারি ব্যবসায়ীরা মহিউদ্দিনকে জেলার সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।
ওসি রফিকুল বলেন, ‘মারধরের কারণে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৈশপ্রহরী মিজানুর আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে নিহত ওই যুবকের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। এতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আজ আদালতের মাধ্যমে মিজানুরকে কারাগারে পাঠানো হয়েছে।’
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুর বলেন, ‘অফিস কম্পাউন্ডের ভেতর নতুন একটি ভবন নির্মাণ হচ্ছে। এই ভবনের ঠিকাদারির দায়িত্ব পেয়েছেন টার্ন বিল্ডার্স। গ্রেপ্তার মিজানুর টার্ন বিল্ডার্সের নিয়োগ করা নৈশপ্রহরী ছিলেন। এ ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কেউ জড়িত নেই।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২২ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৭ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩২ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে