নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চমেকে (চট্টগ্রাম মেডিকেল কলেজ) সংঘর্ষের ঘটনায় এবার ছাত্রলীগের আরেকটি গ্রুপের পক্ষ থেকে ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টায় চকবাজার থানায় মামলাটি দায়ের করেন চমেক ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান। চকবাজার থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সুপ্তা এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজটির ৬০ তম এমবিবিএস ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তাঁরা সবাই মেডিকেলের শিক্ষার্থী ও ব্যারিস্টার নওফেল অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মী।
অভিযোগ আনা হয়েছে, গত ২৯ অক্টোবর রাতে চমেক প্রধান ছাত্রাবাসের ৩য় তলায় একটি কক্ষে ঢুকে নাইমুল ইসলাম নামে এক শিক্ষার্থীর ওপর হামলা চালায়। তাঁর মাথায় ধারালো কাচ দিয়ে কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার পর এগিয়ে আসলে মাহফুজুর রহমান মাথায়ও কোপ দেওয়া হয়। পরে মামলার বাদীসহ অন্যান্যরা এগিয়ে আসলেও তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্তরা ধারালো কিরিচ, ছোরা, হকিস্টিক ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায় বলে জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার ও শনিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়। শনিবার রাতে নওফেলের অনুসারী ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান বাদী হয়ে ১৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৭ / ৮ জনকে আসামি করে এ মামলা করেন। এ মামলায় ওই দিন রাতেই এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রক্তিম দে (২১) ও এনামুল হোসেন ওরফে সীমান্ত (২১) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। চমেক হাসপাতাল প্রাঙ্গণে মাহাদি আকিবের ওপর হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনেছিলেন তৌফিকুর রহমান। নাছির গ্রুপের ছাত্রলীগের করা মামলায় তৌফিকুরকেও আসামি করা হয়েছে। জানা গেছে, চমেক হাসপাতাল এলাকা ও চমেক প্রধান ছাত্রাবাস পৃথক দুই থানা এলাকায় পড়েছে।
চমেকে (চট্টগ্রাম মেডিকেল কলেজ) সংঘর্ষের ঘটনায় এবার ছাত্রলীগের আরেকটি গ্রুপের পক্ষ থেকে ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টায় চকবাজার থানায় মামলাটি দায়ের করেন চমেক ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান। চকবাজার থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সুপ্তা এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজটির ৬০ তম এমবিবিএস ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তাঁরা সবাই মেডিকেলের শিক্ষার্থী ও ব্যারিস্টার নওফেল অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মী।
অভিযোগ আনা হয়েছে, গত ২৯ অক্টোবর রাতে চমেক প্রধান ছাত্রাবাসের ৩য় তলায় একটি কক্ষে ঢুকে নাইমুল ইসলাম নামে এক শিক্ষার্থীর ওপর হামলা চালায়। তাঁর মাথায় ধারালো কাচ দিয়ে কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার পর এগিয়ে আসলে মাহফুজুর রহমান মাথায়ও কোপ দেওয়া হয়। পরে মামলার বাদীসহ অন্যান্যরা এগিয়ে আসলেও তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্তরা ধারালো কিরিচ, ছোরা, হকিস্টিক ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায় বলে জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার ও শনিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়। শনিবার রাতে নওফেলের অনুসারী ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান বাদী হয়ে ১৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৭ / ৮ জনকে আসামি করে এ মামলা করেন। এ মামলায় ওই দিন রাতেই এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রক্তিম দে (২১) ও এনামুল হোসেন ওরফে সীমান্ত (২১) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। চমেক হাসপাতাল প্রাঙ্গণে মাহাদি আকিবের ওপর হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনেছিলেন তৌফিকুর রহমান। নাছির গ্রুপের ছাত্রলীগের করা মামলায় তৌফিকুরকেও আসামি করা হয়েছে। জানা গেছে, চমেক হাসপাতাল এলাকা ও চমেক প্রধান ছাত্রাবাস পৃথক দুই থানা এলাকায় পড়েছে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২০ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে