Ajker Patrika

খাগড়াছড়িতে ১ কোটি টাকার মোবাইল ফোন জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে ১ কোটি টাকার মোবাইল ফোন জব্দ

খাগড়াছড়ির রামগড়ে ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ১ কোটি টাকার মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। 

আজ রোববার জোন সদরে বিজিবির সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল শনিবার বিজিবির-৪৩ ব্যাটালিয়নের আওতাধীন কাঁশিবাড়ী বিওপির আওতাধীন খেদাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়। 

বিজিবি সংবাদ বিজ্ঞাপ্তিতে জানায়, খেদাব্রিজ এলাকায় চোরাকারবারিদের ভারত মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ১৪টি কোম্পানির ৩২০টি মোবাইল ফোন জব্দ করে। জব্দ করা মোবাইলের মূল্য প্রায় ১ কোটি টাকা। মোবাইলগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, অবৈধ এ চালানের মূল হোতাকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত