Ajker Patrika

ধর্ষণের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

কুবি প্রতিনিধি 
ধর্ষণের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
ধর্ষণের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে ক্যাম্পাসের গোলচত্বরে এ কর্মসূচি পালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ শেখ ও আরাফ ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে শিক্ষকদের মধ্যে অংশ নেন বাংলা বিভাগের কামরুন নাহার শীলা, নাহিদা বেগম, নৃবিজ্ঞান বিভাগের শামীমা নাসরিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহমুদুল হাসান প্রমুখ।

এ সময় মাগুরায় এক শিশুকে ধর্ষণের ঘটনাটি উল্লেখ করে শিক্ষার্থী জুলফা আক্তার বলেন, ‘এমন অনেক ধর্ষণ হয়, যার খবর আমরা জানি না, আমাদের সামনে আসে না, অনেকে ভয়ে প্রকাশ করে না। এভাবে ধর্ষণ বাড়ার অন্যতম কারণ হচ্ছে ধর্ষকদের উপযুক্ত সাজা না হওয়া। ১০ হাজার, ২০ হাজার টাকা দিয়ে, হুমকি-ধমকি দিয়ে তারা আবার মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ায়। আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রকাশ্যে এনে যেন ফাঁসি দেওয়া হয়; যেন সামনে কোনো ধর্ষক কাউকে ধর্ষণের কথা চিন্তাও না করতে পারে। আমাদের সবাইকে একসঙ্গে মিলে ধর্ষকদের প্রতিহত করতে হবে।’

আরেক শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা মীম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা সত্ত্বেও এমন অনেক মানুষ আছে, যাদের মনমানসিকতা অনেক নিচু। তারা নারীদের বিভিন্নভাবে বুলিং করে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, যারা ভেতরে এক এবং বাইরে আরেক। এ ধরনের মানুষকে প্রশাসন চিহ্নিত করুক; যাতে তারা ভবিষ্যতের সম্ভাব্য ধর্ষক হিসেবে না গড়ে ওঠে। প্রশাসন এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক, যেন নারীদের নিয়ে কটূক্তি করার আগে তাদের কলিজা কেঁপে ওঠে।’

এ সময় সহযোগী অধ্যাপক কামরুন নাহার শীলা বলেন, ‘গভীর শোক এবং প্রতিবাদের ভাষাকে একত্র করার জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি। কয়েক দিন ধরে আইনশৃঙ্খলার অবনতির করাল গ্রাসের শিকার হচ্ছে নারীরা। আজকে একটা নারী-শিশুও ধর্ষকের হাত থেকে নিরাপদ না। মোরাল পুলিশিংয়ের নামে যে নারী হেনস্তা, তা কোনোভাবেই কাম্য না। আমরা এই রহস্যের সমাপ্তি চাই। সুন্দর সহিংসতামুক্ত বাংলাদেশ চাই।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের নিকটজনের মধ্যেই ধর্ষক লুকিয়ে থাকে। তাই ছোটবেলা থেকে নারীদের ধর্ষকের ব্যাপারে সচেতন করতে হবে। শেখাতে হবে কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ। এখন দেশে ধর্ষণের যে মহাযজ্ঞ চলছে, অনেকেই বলছে নারী বেপর্দার কারণে তা হচ্ছে। পর্দার কথা যদি বলতে হয়, তাহলে নারী-পুরুষ উভয়ের জন্যই পর্দার বিধান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের বিচার নিশ্চিত করে বাংলাদেশকে ধর্ষকমুক্ত করতে হবে।’

কর্মসূচি শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে সন্ধ্যায় মশাল মিছিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত