Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর গাড়িতে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০০: ০০
ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর গাড়িতে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের টি এ রোড এলাকায় এই ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা আহলে সুন্নত ওয়াল জামাত। সোমবার বিকেল ৫টায় মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মানববন্ধনে গিয়াস উদ্দিন আত তাহেরীর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নত ওয়াল জামাতের নেতারা সেই কর্মসূচী বাতিল ঘোষণা করে। 

সোমবার দুপুরের দিকে জেলা শহরের ঘোড়াপট্টি সেতুর ওপর থেকে লোকজনকে সঙ্গে নিয়ে গাড়িতে ওঠেন তিনি। কাউতলী যাওয়ার পথে টিএ রোড এলাকায় আগে থেকে উপস্থিত থাকা দুর্বৃত্তরা চারদিক থেকে ঘেরাও করে তাঁর গাড়িতে হামলা চালান। এই সময় তাঁর গাড়ি ভাঙচুর করেন। এতে তিনিসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন। কোনোমতে সেখান থেকে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন। 

ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, ‘বেলা আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টিসেতু) থেকে কাউতলী যাওয়ার পথে দুর্বৃত্তরা টিএ রোডে গাড়িতে হামলা ও ভাঙচুর করে। বিষয়টি সদর থানা-পুলিশকে জানিয়েছি।’

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘গিয়াস উদ্দিন আত-তাহেরী ফোন করে জানিয়েছেন, তাঁর গাড়িতে হামলা হয়েছে। তবে এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত