Ajker Patrika

ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন, ছোট ভাই আটক

কক্সবাজার প্রতিনিধি
ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন, ছোট ভাই আটক

কক্সবাজারে মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্ট থেকে বড় ভাইয়ের জামিন নেওয়ার ঘটনায় ছোট ভাইকে (১২) আটক করেছে র‍্যাব। আটক কিশোর রামু চাকমারকুল পশ্চিম সমুদ্রপাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে।

আজ বুধবার দুপুরে কক্সবাজারের র‍্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী। 

মেজর মনজুর মেহেদী বলেন, ‘২০১৪ সালে কতিপয় মানবপাচারকারী উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ দুজনকে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে তুলে দেয়। সেখানে গিয়ে তাঁরা দালালদের নির্যাতনের শিকার হন এবং জেল খেটে দেশে ফিরে আসেন। দেশে ফিরে ২০১৮ সালে নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন।’ 

মেজর মনজুর মেহেদী আরও বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি বেঞ্চে আলাউদ্দিনের (২২) বদলে তাঁর ছোট ভাইকে (১২) দাঁড় করানো হয়। আদালত ছোট ভাইকে আলাউদ্দিন মনে করে আট সপ্তাহের আগাম জামিন দেন। ঘটনার পর থেকে তাঁদের পরিবারের সবাই আত্মগোপনে চলে যায়। ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিনসহ কয়েকজন ওই মামলার বাদী নুরুল ইসলাম ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমেদের পাড়ার বাসিন্দা রফিকের ওপর হামলা চালায়। তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রফিকের চোখ ও মুখে জখম হয়। এ বিষয়ে আলাউদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মো. রফিক বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করলেও ছোট ভাই আত্মগোপনে ছিল।’ 

মঙ্গলবার আলাউদ্দিনের ছোট ভাইকেও আটক করা হয়। মানবপাচার মামলায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত