কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের সমুদ্রসৈকত-সংলগ্ন একটি অভিজাত হোটেল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টায় হোটেল সিগালের ৩০৮ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা পুলিশ ও চিকিৎসকেরা নিশ্চিত হতে পারেননি। মৃত গাজী এম শওকত হাসান কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর অশোকতলা এলাকার গাজী মোস্তফার ছেলে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিটি ব্যাংকের একজন আইন কর্মকর্তা বলে জানা গেছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে আপেল মাহমুদ বলেন, ৩০ জানুয়ারি গাজী এম শওকত হাসানসহ কয়েকজন কক্সবাজারে ঘুরতে আসেন। ওই দিন তাঁরা হোটেল সিগালে ওঠেন এবং শওকত হাসান ৩০৮ নম্বর কক্ষে একাই অবস্থান করেন। আজ শুক্রবার সকালে হোটেল কক্ষের দরজা খুলে মেঝেতে শওকত হাসানকে তাঁর বন্ধুরা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা হোটেলটির কর্মচারীদের সহায়তায় তাঁকে (শওকত) কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত ডিআইজি বলেন, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, হোটেল সিগালের কর্মচারীসহ কয়েকজন মিলে এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
কক্সবাজার শহরের সমুদ্রসৈকত-সংলগ্ন একটি অভিজাত হোটেল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টায় হোটেল সিগালের ৩০৮ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা পুলিশ ও চিকিৎসকেরা নিশ্চিত হতে পারেননি। মৃত গাজী এম শওকত হাসান কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর অশোকতলা এলাকার গাজী মোস্তফার ছেলে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিটি ব্যাংকের একজন আইন কর্মকর্তা বলে জানা গেছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে আপেল মাহমুদ বলেন, ৩০ জানুয়ারি গাজী এম শওকত হাসানসহ কয়েকজন কক্সবাজারে ঘুরতে আসেন। ওই দিন তাঁরা হোটেল সিগালে ওঠেন এবং শওকত হাসান ৩০৮ নম্বর কক্ষে একাই অবস্থান করেন। আজ শুক্রবার সকালে হোটেল কক্ষের দরজা খুলে মেঝেতে শওকত হাসানকে তাঁর বন্ধুরা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা হোটেলটির কর্মচারীদের সহায়তায় তাঁকে (শওকত) কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত ডিআইজি বলেন, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, হোটেল সিগালের কর্মচারীসহ কয়েকজন মিলে এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
২ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৭ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে