Ajker Patrika

চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, সাবেক ইউপি সদস্য কারাগারে

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ০৯
চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, সাবেক ইউপি সদস্য কারাগারে

কুমিল্লার দেবিদ্বারে চোর সন্দেহে মামুন নামের এক কাঠমিস্ত্রিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মো. বশির নামের এক সাবেক ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। গতকাল শনিবার রাতে তাঁকে উপজেলার নবীপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতেই মামুনের স্ত্রী মোছা. রাবেয়া আক্তার বাদী হয়ে মো. বশিরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর। মামলার অপর আসামিরা হলেন নবীপুর গ্রামের বাসিন্দা রুবেল, মেহেদি, জুয়েল, শাহ আলম, শরিফ, শামীম মিয়া, রুবেল মিস্ত্রী, ফাহিম, সোহাগ।

মামলার এজাহারের বিবরণ সূত্রে জানা গেছে, মামুন উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার রাত ৩টার দিকে তাঁকে ঘর থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করেন আসামিরা। এ সময় তাঁরা মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য প্লাস দিয়ে তাঁর পায়ের নখ তুলে ফেলেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হাসান তাঁকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।

এর দুই দিন পর গত শুক্রবার সকালে গাছে বেঁধে নির্যাতনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরদিন শনিবার নির্যাতনের ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই দিন রাতেই আল মামুনের স্ত্রী রাবেয়া আক্তার দেবিদ্বার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

এ নিয়ে জানতে চাইলে আল মামুনের স্ত্রী বলেন, ‘আসামিরা ওই দিন রাত ৩টার দিকে ঘুম থেকে তুলে নিয়ে আমার স্বামীকে টেঁনহিঁচড়ে নিয়ে নির্যাতন করেছে। আমি ও আমার সন্তানেরা হাতেপায়ে ধরেও তাঁকে রক্ষা করতে পারিনি। আমি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘অমার পায়ের আঙুল দেখেন। আমার পায়ের নখ তাঁরা প্লাস দিয়ে তুলে ফেলছে। পশুকেও কেউ এভাবে মারে না। আমি চুরি করি নাই। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ নিয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আল মামুনের স্ত্রী ১০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য মো. বশির মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ রোববার দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত