দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে চোর সন্দেহে মামুন নামের এক কাঠমিস্ত্রিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মো. বশির নামের এক সাবেক ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। গতকাল শনিবার রাতে তাঁকে উপজেলার নবীপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতেই মামুনের স্ত্রী মোছা. রাবেয়া আক্তার বাদী হয়ে মো. বশিরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর। মামলার অপর আসামিরা হলেন নবীপুর গ্রামের বাসিন্দা রুবেল, মেহেদি, জুয়েল, শাহ আলম, শরিফ, শামীম মিয়া, রুবেল মিস্ত্রী, ফাহিম, সোহাগ।
মামলার এজাহারের বিবরণ সূত্রে জানা গেছে, মামুন উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার রাত ৩টার দিকে তাঁকে ঘর থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করেন আসামিরা। এ সময় তাঁরা মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য প্লাস দিয়ে তাঁর পায়ের নখ তুলে ফেলেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হাসান তাঁকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।
এর দুই দিন পর গত শুক্রবার সকালে গাছে বেঁধে নির্যাতনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরদিন শনিবার নির্যাতনের ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই দিন রাতেই আল মামুনের স্ত্রী রাবেয়া আক্তার দেবিদ্বার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ নিয়ে জানতে চাইলে আল মামুনের স্ত্রী বলেন, ‘আসামিরা ওই দিন রাত ৩টার দিকে ঘুম থেকে তুলে নিয়ে আমার স্বামীকে টেঁনহিঁচড়ে নিয়ে নির্যাতন করেছে। আমি ও আমার সন্তানেরা হাতেপায়ে ধরেও তাঁকে রক্ষা করতে পারিনি। আমি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘অমার পায়ের আঙুল দেখেন। আমার পায়ের নখ তাঁরা প্লাস দিয়ে তুলে ফেলছে। পশুকেও কেউ এভাবে মারে না। আমি চুরি করি নাই। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ নিয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আল মামুনের স্ত্রী ১০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য মো. বশির মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ রোববার দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কুমিল্লার দেবিদ্বারে চোর সন্দেহে মামুন নামের এক কাঠমিস্ত্রিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মো. বশির নামের এক সাবেক ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। গতকাল শনিবার রাতে তাঁকে উপজেলার নবীপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতেই মামুনের স্ত্রী মোছা. রাবেয়া আক্তার বাদী হয়ে মো. বশিরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর। মামলার অপর আসামিরা হলেন নবীপুর গ্রামের বাসিন্দা রুবেল, মেহেদি, জুয়েল, শাহ আলম, শরিফ, শামীম মিয়া, রুবেল মিস্ত্রী, ফাহিম, সোহাগ।
মামলার এজাহারের বিবরণ সূত্রে জানা গেছে, মামুন উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার রাত ৩টার দিকে তাঁকে ঘর থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করেন আসামিরা। এ সময় তাঁরা মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য প্লাস দিয়ে তাঁর পায়ের নখ তুলে ফেলেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হাসান তাঁকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।
এর দুই দিন পর গত শুক্রবার সকালে গাছে বেঁধে নির্যাতনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরদিন শনিবার নির্যাতনের ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই দিন রাতেই আল মামুনের স্ত্রী রাবেয়া আক্তার দেবিদ্বার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ নিয়ে জানতে চাইলে আল মামুনের স্ত্রী বলেন, ‘আসামিরা ওই দিন রাত ৩টার দিকে ঘুম থেকে তুলে নিয়ে আমার স্বামীকে টেঁনহিঁচড়ে নিয়ে নির্যাতন করেছে। আমি ও আমার সন্তানেরা হাতেপায়ে ধরেও তাঁকে রক্ষা করতে পারিনি। আমি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘অমার পায়ের আঙুল দেখেন। আমার পায়ের নখ তাঁরা প্লাস দিয়ে তুলে ফেলছে। পশুকেও কেউ এভাবে মারে না। আমি চুরি করি নাই। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ নিয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আল মামুনের স্ত্রী ১০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য মো. বশির মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ রোববার দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৩ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
২৯ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩২ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে