Ajker Patrika

লক্ষ্মীপুরে বিএনপির ৫৫ নেতা-কর্মীর জামিন মঞ্জুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৫: ৪৪
লক্ষ্মীপুরে বিএনপির ৫৫ নেতা-কর্মীর জামিন মঞ্জুর

নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের দুই মামলায় লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মমিনুল হক এই জামিন দেন। এর আগে জামিন পাওয়ায় ৫৫ নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত সবার জামিন মঞ্জুর করেন। নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ব্যাপারী।

হারুনুর রশিদ ব্যাপারী জানান, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির নেতা শাহ মো. শিব্বির, মাহবুবুর রহমান, অপরূপ দাস, ইব্রাহিম হোসেন, মোরশেদ আলম, আবু ছায়েদ দোলনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন নেতা-কর্মীরা। আজকে ওই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন ৫৫ নেতা-কর্মী। পরে আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। এটি একটি সাজানো ও মিথ্যা মামলা ছিল। আসামিরা ন্যায়বিচার পাবেন বলে আশা করি।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জসিম উদ্দিন বলেন, আসামিরা আওয়ামী লীগের অফিসে নাশকতা-হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই মামলায় ৫৫ জন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন দেন। তবে এই জামিনের বিরুদ্ধে আপিল করা যায় কি না, সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে।

জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, রামগতি ও কমলনগরে আওয়ামী লীগের কোনো অফিসে হামলা বা ভাঙচুর করা হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের অফিস ভাঙচুর করে মিথ্যা গায়েবি মামলা দিয়েছেন। এসব মামলা ও হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। মামলা দুটি প্রত্যাহারের দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ১১ ও ১২ ডিসেম্বর রাতে রামগতি ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ওই দুই অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে ওই দিন রামগতি ও কমলনগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত