লক্ষ্মীপুর প্রতিনিধি
নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের দুই মামলায় লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মমিনুল হক এই জামিন দেন। এর আগে জামিন পাওয়ায় ৫৫ নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত সবার জামিন মঞ্জুর করেন। নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ব্যাপারী।
হারুনুর রশিদ ব্যাপারী জানান, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির নেতা শাহ মো. শিব্বির, মাহবুবুর রহমান, অপরূপ দাস, ইব্রাহিম হোসেন, মোরশেদ আলম, আবু ছায়েদ দোলনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন নেতা-কর্মীরা। আজকে ওই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন ৫৫ নেতা-কর্মী। পরে আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। এটি একটি সাজানো ও মিথ্যা মামলা ছিল। আসামিরা ন্যায়বিচার পাবেন বলে আশা করি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জসিম উদ্দিন বলেন, আসামিরা আওয়ামী লীগের অফিসে নাশকতা-হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই মামলায় ৫৫ জন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন দেন। তবে এই জামিনের বিরুদ্ধে আপিল করা যায় কি না, সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে।
জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, রামগতি ও কমলনগরে আওয়ামী লীগের কোনো অফিসে হামলা বা ভাঙচুর করা হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের অফিস ভাঙচুর করে মিথ্যা গায়েবি মামলা দিয়েছেন। এসব মামলা ও হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। মামলা দুটি প্রত্যাহারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ১১ ও ১২ ডিসেম্বর রাতে রামগতি ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ওই দুই অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে ওই দিন রামগতি ও কমলনগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের দুই মামলায় লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মমিনুল হক এই জামিন দেন। এর আগে জামিন পাওয়ায় ৫৫ নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত সবার জামিন মঞ্জুর করেন। নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ব্যাপারী।
হারুনুর রশিদ ব্যাপারী জানান, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির নেতা শাহ মো. শিব্বির, মাহবুবুর রহমান, অপরূপ দাস, ইব্রাহিম হোসেন, মোরশেদ আলম, আবু ছায়েদ দোলনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন নেতা-কর্মীরা। আজকে ওই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন ৫৫ নেতা-কর্মী। পরে আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। এটি একটি সাজানো ও মিথ্যা মামলা ছিল। আসামিরা ন্যায়বিচার পাবেন বলে আশা করি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জসিম উদ্দিন বলেন, আসামিরা আওয়ামী লীগের অফিসে নাশকতা-হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই মামলায় ৫৫ জন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন দেন। তবে এই জামিনের বিরুদ্ধে আপিল করা যায় কি না, সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে।
জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, রামগতি ও কমলনগরে আওয়ামী লীগের কোনো অফিসে হামলা বা ভাঙচুর করা হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের অফিস ভাঙচুর করে মিথ্যা গায়েবি মামলা দিয়েছেন। এসব মামলা ও হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। মামলা দুটি প্রত্যাহারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ১১ ও ১২ ডিসেম্বর রাতে রামগতি ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ওই দুই অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে ওই দিন রামগতি ও কমলনগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
মাদকের কারবার, কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ, ব্যক্তি আক্রোশ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সন্ত্রাসী গ্রুপের বিরোধে খুলনা নগরীতে বাড়ছে বিভিন্ন অপরাধ। গত ১১ মাসে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটটি থানায় ৩০টির বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
২ ঘণ্টা আগে‘বান হইলে যে ক্ষতি হয়, না হইলে আমগো এর চেয়ে বেশি ক্ষতি হয়। চরের জমিতে ধান, কলাই আর আগাম বাদাম ফলানো যায় না। এবার সময়মতো বান না হওয়ায় চরে এগুলা আবাদ করা যায় নাই। ধান না হইলে মাইনষের খাওনের কষ্ট হইব।’ বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে মৌসুমি বৃষ্টি আর বন্যার দেখা না মেলায় কৃষির ক্ষতি নিয়ে কথাগুলো...
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে সড়কে পিচ ঢালাইয়ের জন্য জ্বালানি তেল (ফার্নেস অয়েল) ও ইটভাটায় ব্যবহৃত কালি। আবাদি জমিতে স্থাপিত এই কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ ক্ষতির মুখে পড়েছে।
২ ঘণ্টা আগেএত দিন কুড়িগ্রাম থেকে গাইবান্ধার পলাশবাড়ী পয়েন্ট দিয়ে ঢাকায় যাতায়াত করতে হতো। রংপুর হয়ে পলাশবাড়ী যেতে অতিক্রম করতে হতো প্রায় ১৩০ কিলোমিটার পথ। এখনো একই পথে যাতায়াত করতে হবে। তবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীকে সংযুক্ত করা মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের ফলে কুড়িগ্রাম-পলাশবাড়ীর...
২ ঘণ্টা আগে