Ajker Patrika

তিতাসে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত ৫

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
তিতাসে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত ৫

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অতর্কিত হামলায় গাড়ি ভাঙচুরসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিতাস উপজেলার বন্দরামপুর গ্রামের মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

আহতরা হলেন উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫), জাহিদ (৩২) ও দাউদকান্দি উপজেলার আমিরাবাদ গ্রামের লনি মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) একই উপজেলার মোহাম্মদপুর চাঁদগাঁও গ্রামের কবির হোসেনের ছেলে রাহিদ মিয়া (২০) এবং তিতাস উপজেলার বন্দরামপুর গ্রামের মোশারফ মিয়ার ছেলে নব নির্বাচিত ইউপি সদস্য মাজহারুল (২৬)। এদের মধ্যে কামাল হোসেন, জাহিদ হোসেন ও মাজহারুলকে ঢাকা হাসপাতাল পাঠানো হয়েছে। 

কর্মরত চিকিৎসক ডাক্তার জান্নাত ফেরদৌস বলেন, মারামারি করে হাসপাতালে ৪ জন রোগী আসে এদের মধ্যে কামাল ও জাহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজন এখানে ভর্তি হওয়ার পর কাউকে না বলে চলে গেছেন। 

আহত কামাল হোসেনের বড় ভাই জামাল হোসেন বলেন, কামালসহ তারা কয়েকজন প্রাইভেটকারে তিতাস উপজেলার দুখিয়ারকান্দি যাওয়ার পথে বন্দরামপুর পৌঁছালে ওই গ্রামের মামুন ও তাঁর ভাই মাজহারুলসহ সংঘবদ্ধ একটি দল পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইয়ের পথরোধ করে। অতর্কিত হামলা করে গুরুতর আহত করে এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে।
 
এদিকে বন্দরামপুর গ্রামের আহত মাজহারুল বলেন, ' বুধবার কামালগং গৌরীপুর বাজারে আমার বড় ভাই মামুনসহ কয়েকজনকে মারধর করা হয়, সেই ঘটনা জেরেই এই মারামারি। তিনি বাঁধা দিতে গেলে কামালের লোকজন তাঁর মাথায় আঘাত করেন। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।  

তিতাস থানার উপপরিদর্শক (এস আই) পুষন বলেন, খবর ঘটনা স্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভাঙচুর হওয়া গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত