Ajker Patrika

কুমিল্লায় কাউন্সিলরসহ ২ জন নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কাউন্সিলরসহ ২ জন নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলা

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ দুজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নিহত কাউন্সিলর অনুসারীরা প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে নবগ্রামে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে শাহ আল ও সুমনের বাড়িতেও হামলা চালানো হয়। 

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়া পাড়ায় কাউন্সিলরের অফিসে কাউন্সিলর সোহেল তার নিজের অফিসে বসে রাজনৈতিক কর্মীদের নিয়ে একটি বৈঠক করছিলেন। এ সময় একদল মুখোশধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন কাউন্সিলর এবং ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা। এ ঘটনায় কাউন্সিলর সোহেলের মাথাসহ শরীরে ৯টি এবং হরিপদ সাহার পেটে ও বুকে দুটি গুলি লাগে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, কাউন্সিলর সোহেলের নিহতের খবরে ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর পূর্ব পাড়া বউ বাজার এলাকার সুমন ও শাহালমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এ সময় বউ বাজার এলাকার কয়েকটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তা ছাড়া ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেনের অফিস ও বাড়ি ভাঙচুর করা হয়। 

মহানগর আওয়ামী লীগের ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হানিফ মিয়া জানান, পার্শ্ববতী ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর বউ বাজার এলাকার সুমন, শাহালমের নেতৃত্বে সন্ত্রাসী দল কাউন্সিলর সোহেলকে গুলি করে। পরে আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম বলেন, বেলা ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত শেষে সুজানগর এলাকায় নিজ বাড়িতে পাঠানো হয় কাউন্সিলর সোহেল ও হরিপদ দাসের মরদেহ। জানাজা ও শেষ কৃত্যের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত