Ajker Patrika

বাবা-মা ও বোনকে হারিয়ে নিঃস্ব তিন বোন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৮: ৩৭
বাবা-মা ও বোনকে হারিয়ে নিঃস্ব তিন বোন

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে কুমিল্লা নোয়াখালী মহাসড়কের লাকসাম এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও মেয়েসহ একই পরিবারের চার সদস্য মারা যান। বাবা-মা মারা যাওয়ার পর নিঃস্ব হয়ে পড়েছে নিহত দম্পতির তিন মেয়ে। দুর্ঘটনার পর স্বজনদের নিয়ে দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা দেখতে এসেছে তারা। 

জানা যায়, কুমিল্লার লালমাই উপজেলার পরতি গ্রামের অটোরিকশা চালক বাহালুল আলম, তাঁর স্ত্রী, শিশু কন্যা ও তার শাশুড়িসহ ভোরে সিএনজিতে করে রওনা হয়েছিলেন ফেনীর দাগভুইয়ায়। সেখানে তাঁদের এক আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পথেই লাকসাম এলাকায় কুমিল্লামুখী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিটির। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাহালুল ও তাঁর শাশুড়ি। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তাঁর স্ত্রী ও শিশু কন্যা। বাবা, মা ও বোনকে হারিয়ে বাকরুদ্ধ অটোরিকশাচালক বাহালুলের তিন মেয়ে। পরিবারের সকল আশ্রয় বাবা, মা ও আদরের ছোট বোনকে হারিয়েছে তারা। 

নিহত অটোরিকশা চালক বাহালুল মিয়ার বড় মেয়ে ফাতেমা আক্তার স্থানীয় পরতি ফাজিম মাদ্রাসায় আলিম বর্ষের শিক্ষার্থী, মেজ মেয়ে মরিয়ম আক্তার পরতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও আরেক মেয়ে হাজেরা বেগম পরতি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করছে। 

বড় মেয়ে ফাতেমা আক্তার জানান, সকাল ভোরে ছোট বোনকে নিয়ে বাবা মা ফেনীতে এক আত্মীয়ের বাড়িতে রওনা হয়েছিলেন। জানাজায় অংশ নিয়ে বিকেলে ফেরার কথা তাদের। অথচ বিকেলে তাদেরই জানাজা হচ্ছে। এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে কি হতে পারে। 
 
নিহত বাহালুলের জ্যাঠাতো ভাই ইসমাইল হোসেন বলেন, ‘তাঁর চার মেয়ে ছিল। এক মেয়ে, স্ত্রীসহ সে মারা যাওয়ায় তিন মেয়েকে দেখার আর কেউ রইল না। অটো চালিয়ে কোনো রকম দিন যাপন করত বেলাল। সহায় সম্বল কিছু নেই।’ 

নিহত বাহালুলের স্বজন মাহবুব আলম বলেন, ‘আমাদের দাবি, পরিবারটিকে যেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।’ 

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদ আহাম্মদ জানান, কুমিল্লা নোয়াখালী মহাসড়কের এক লেনে নির্মাণকাজ চলতে থাকায় অপর লেনেই চলছিল দুই পথের চলাচল। এ ছাড়া ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তিনি। 

এদিকে আহত সিএনজি চালক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত