Ajker Patrika

কক্সবাজারে ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম আহত হয়েছেন। তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এবং তেতুকখালী এলাকার সাবেক মেম্বার আবুল কালামের ছেলে।

গতকাল সোমবার রাতে নির্বাচনী কর্মকাণ্ড চলাকালীন তাঁর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এর আগে গত শুক্রবার রাতে নিজ কার্যালয়ে বসে নির্বাচনী শলাপরামর্শ করার সময় দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য কুদুরত উল্লাহ এবং তাঁর বড় ভাই জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার গুলিবিদ্ধ হন। এ সময় আরও কয়েকজন তাদের সমর্থক আহত হয়েছেন। গুলিবিদ্ধ জহিরুল ইসলাম সিকদার রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কুদরত উল্লাহ সিকদার এখনো শঙ্কা মুক্ত নন বলে জানা গেছে।

এ ঘটনার রেশ না কাটতেই আবারও হামলার ঘটনায় বিভিন্ন ইউনিয়নে আতঙ্ক দেখা দিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত