Ajker Patrika

টেকনাফে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেপ্তার ৫ 

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেপ্তার ৫ 

কক্সবাজারের টেকনাফে ৯ লাখ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার ভোরে এসব জব্দ করা হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক সাইফুল ইসলাম সুমন আজ বিকেলে ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার আবদুল শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), তাঁর মা সোনা মেহের (৫৫), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২), টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩১) ও হ্নীলার জাদিরপাড়া এলাকার শামশুল আলমের ছেলে এমরান প্রকাশ লাদেন (২৮)।

র‍্যাব অধিনায়ক সাইফুল ইসলাম সুমন জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক মামলা রয়েছে। 

পাচার হওয়া ইয়াবার‍্যাবের এই কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবরে র‍্যাবের একটি টিম টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২ লাখ ইয়াবাসহ আলমগীর, সোনা মেহের ও আবুল বশরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য মতে টেকনাফের হ্নীলা থেকে ৭ লাখ ইয়াবাসহ ফয়সাল ও এমরান ওরফে লাদেনকে গ্রেপ্তার করা হয়।

এক বছরের মধ্যে এটিই উদ্ধার করা ইয়াবার বড় চালান। গ্রেপ্তার ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

এদিকে সোমবার রাতে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া থেকে রশিদ আহমদ নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মাদক মামলায় সাজাপ্রাপ্ত এই আসামি ২২ বছর আত্মগোপনে ছিলেন। রশিদ ওই এলাকার হাজি আনোয়ারুল ইসলামের ছেলে। রশিদকে কক্সবাজার সদর থানার পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত