চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনশেড বসতঘরে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান বাজার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) এবং খান বাড়ির আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।
মন্টু ঢালীর ছেলে আল আমিন ও পুত্রবধূ ফাহিমা বেগম জানান, বিদ্যুতের আর্থিং সমস্যা থেকে ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। ঘটনার সময় আনোয়ার খান নতুন আত্মীয়তার বিষয়ে আলাপ সেরে চলে যাচ্ছিলেন। তিনি ঘর থেকে বেরিয়ে টিনে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীরও একই পরিণতি হয়।
স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুজন মারা যান।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমোদনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনশেড বসতঘরে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান বাজার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) এবং খান বাড়ির আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।
মন্টু ঢালীর ছেলে আল আমিন ও পুত্রবধূ ফাহিমা বেগম জানান, বিদ্যুতের আর্থিং সমস্যা থেকে ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। ঘটনার সময় আনোয়ার খান নতুন আত্মীয়তার বিষয়ে আলাপ সেরে চলে যাচ্ছিলেন। তিনি ঘর থেকে বেরিয়ে টিনে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীরও একই পরিণতি হয়।
স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুজন মারা যান।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমোদনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
২ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
৯ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৩ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৬ মিনিট আগে