Ajker Patrika

চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনশেড বসতঘরে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান বাজার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) এবং খান বাড়ির আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।

মন্টু ঢালীর ছেলে আল আমিন ও পুত্রবধূ ফাহিমা বেগম জানান, বিদ্যুতের আর্থিং সমস্যা থেকে ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। ঘটনার সময় আনোয়ার খান নতুন আত্মীয়তার বিষয়ে আলাপ সেরে চলে যাচ্ছিলেন। তিনি ঘর থেকে বেরিয়ে টিনে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীরও একই পরিণতি হয়।

স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুজন মারা যান।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমোদনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

ইসলামী ব্যাংকে লুটপাট: শুধু খাতুনগঞ্জ শাখার ক্ষতি পোষাতেই লাগবে ১৩ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত