Ajker Patrika

কক্সবাজারে ৭ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার চিত্র 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ৭ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার চিত্র 

বিশ্ব শরণার্থী দিবস ২০২৪ উপলক্ষে কক্সবাজার সংস্কৃতিকেন্দ্রে শুরু হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের ‘রেজিলিয়েন্স-সক্ষমতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বুধবার সন্ধ্যায় কক্সবাজার আর্ট ক্লাবের সহযোগিতায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং রোহিঙ্গা শরণার্থী সাড়াদানে কর্মরত মানবিক সহযোগিতা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়ে এ আয়োজন করা হয়েছে। 

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আইএসসিজির ভারপ্রাপ্ত প্রধান মারকাস টপ, ইউএনএইচসিআর-এর প্রতিনিধি সুমবল রিজভীসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আইএনজিও ও এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এ সময় আইএসসিজি প্রধান মারকাস টপ বলেন, প্রায় ১০ লাখ শরণার্থী অকল্পনীয় কষ্টের মধ্যেও যে অবিশ্বাস্য সক্ষমতা প্রতিনিয়ত দেখাচ্ছে তারই প্রমাণস্বরূপ এই আলোকচিত্র। 

কক্সবাজার আর্ট ক্লাবে আলোকচিত্র প্রদর্শনীকক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে নানা প্রতিকূলতার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার বিষয়বস্তু প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী আলোকচিত্রী ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের তোলা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। 

এই আলোকচিত্র প্রদর্শনী আগামী ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পর্যন্ত চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত