Ajker Patrika

বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রামে ৪৪ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রামে ৪৪ মামলা

কঠোর বিধিনিষেধ অমান্য করায় ৪৪ মামলার ও ১৬ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ রোববার জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরের ডবলমুরিং ও বন্দর এলাকায় ৪টা মামলায় ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন মোহাম্মদ আতিকুর রহমান। তিনি একটি মামলায় ২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। 

ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন আশরাফুল হাসান। তিনি ৮টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন মো. জিল্লুর রহমান। তিনি ৫টি মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।

বায়েজিদ ও খুলশী এলাকায় নাঈমা ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। নূরজাহান আক্তার সাথী হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে ২টি মামলায় ১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। 

হালিশহর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন প্লাবন কুমার বিশ্বাস। তিনি ৩টি মামলা দায়ের করে ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। চাঁদগাঁও এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন প্রতীক দত্ত। তিনি ৪টি মামলায় ১ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন। 

কোতোয়ালি ও সদরঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ১ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করেন আবদুল্লাহ আল মামুন। হুছাইন মুহাম্মদ মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত