Ajker Patrika

অপহরণের ১৫ মাস পর চকরিয়ার কিশোরী চট্টগ্রামে উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৩৪
অপহরণের ১৫ মাস পর চকরিয়ার কিশোরী চট্টগ্রামে উদ্ধার

অপহরণের ১৫ মাস পর কক্সবাজারের চকরিয়ার এক কিশোরীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। সে সঙ্গে এ ঘটনায় করা মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয় বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান। 

গ্রেপ্তার মোহাম্মদ রাহেন (২২) চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই কিশোরীর মায়ের করা মামলার প্রধান আসামি।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০২২ সালের ১৬ মে বেলা ১টার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের একটি রাস্তা থেকে অষ্টম শ্রেণিপড়ুয়া ওই ছাত্রী অপহৃত হয়। ওই কিশোরীর মা বাদী হয়ে রাহেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা চকরিয়া থানায় মামলা করেন।

অপহরণের ১৫ মাস পর চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। 

এসআই কামরুল আজকের পত্রিকাকে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামিকে চট্টগ্রামের হাজীপাড়ার একটি বাসা থেকে গতকাল রাত দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়। এরপর উদ্ধার করা হয় ওই কিশোরীকে। আজ রোববার সকালে তাঁদের চকরিয়া থানায় নিয়ে আসা হয়।’

গ্রেপ্তার রেহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আজকের পত্রিকাকে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত