Ajker Patrika

অবৈধভাবে সয়াবিন তেল মজুত করায় ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১৬: ১৬
অবৈধভাবে সয়াবিন তেল মজুত করায় ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ফেনীতে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর হকার্স মার্কেট ও বড় বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। এ সময় বাজারের সব ব্যবসায়ীকে মালামাল মজুত না রাখাসহ নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে সতর্ক করেন তাঁরা।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর হকার্স মার্কেটের আলম ব্রাদার্সের গোডাউন থেকে আটটি কার্টন থেকে ১৬০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। পরে অবৈধভাবে তেল মজুত রাখায় প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে বড় বাজারের ইসলামপুর রোডের ভূঁইয়া ব্রাদার্সের গোডাউনে অভিযান চালানো হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ৭৬৮ লিটার তেল উদ্ধার করা হয়। পরে প্রতিষ্ঠানের মালিক ফখরুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করে সয়াবিন তেল তাৎক্ষণিক নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এ অভিযানে সহায়তা করে জেলা পুলিশের একটি দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত