হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় মো. ওসমান নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওসমান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জোড়খালী গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।
নিহতের স্ত্রী অভিযোগ করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর ভাই ও ভাতিজাদের সঙ্গে অনেক আগে থেকেই বিরোধ চলছে। ইতিমধ্যে তাঁর ভাইয়েরা ওসমানের সম্পত্তি দখল করে নেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এরই জেরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, গভীর রাতে তাঁর স্বামী প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। আসতে দেরি হলে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে জরুরিভাবে ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসক কর্মকর্তা শিফন চন্দ্র দাস বলেন, তাঁর পুরুষাঙ্গে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার এক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর হাতিয়ায় মো. ওসমান নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওসমান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জোড়খালী গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।
নিহতের স্ত্রী অভিযোগ করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর ভাই ও ভাতিজাদের সঙ্গে অনেক আগে থেকেই বিরোধ চলছে। ইতিমধ্যে তাঁর ভাইয়েরা ওসমানের সম্পত্তি দখল করে নেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এরই জেরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, গভীর রাতে তাঁর স্বামী প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। আসতে দেরি হলে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে জরুরিভাবে ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসক কর্মকর্তা শিফন চন্দ্র দাস বলেন, তাঁর পুরুষাঙ্গে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার এক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন রোববার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আমার কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি। তাই আমি ছবি সরাতে যাইনি। মূলত বিদ্যালয় এলাকার একটি মহল সকালে বিদ্যালয়ে এসে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে।’
১০ মিনিট আগেআলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
১৯ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
২৩ মিনিট আগেসাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
৪৪ মিনিট আগে