Ajker Patrika

হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ায় মো. ওসমান নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ওসমান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জোড়খালী গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।

নিহতের স্ত্রী অভিযোগ করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর ভাই ও ভাতিজাদের সঙ্গে অনেক আগে থেকেই বিরোধ চলছে। ইতিমধ্যে তাঁর ভাইয়েরা ওসমানের সম্পত্তি দখল করে নেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এরই জেরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, গভীর রাতে তাঁর স্বামী প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। আসতে দেরি হলে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে জরুরিভাবে ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসক কর্মকর্তা শিফন চন্দ্র দাস বলেন, তাঁর পুরুষাঙ্গে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার এক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত