নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, আকিজ ও মিফতাহর বিরুদ্ধে মামলা করেছে ইসলামী ব্যাংক। আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের পক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান।
ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার স্থগিত হিসাব থেকে টাকা উঠিয়ে বিজনেস ডেভেলপমেন্ট খরচের নামে নিজেরা আত্মসাৎ করেন এস আলম গ্রুপের সংশ্লিষ্টরা।
দেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের পিএস একসময়ের ইসলামী ব্যাংকের দাপুটে ডিএমডি আকিজ উদ্দিন ও মিফতাহ উদ্দিনের নির্দেশে এসব টাকা আত্মসাতের কর্মকাণ্ড চালানো হয় বলে জানা গেছে।
ব্যাংকের স্থগিত হিসাব থেকে টাকা তুলে আত্মসাৎ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান, পিএস আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিন ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় রয়েছেন গ্রুপের ম্যানেজার আরিফ আহমেদ, ক্যাশিয়ার ইফতেখার উদ্দিন, সিরাজুল কবির, মোস্তান বিল্লাহ আদিল, রবিউল হোসেন, আনিস উদ্দীন, হুন্ডি ব্যবসায়ী আকরাম হোসেন মিনহাজ ও আবুল বশর।
মামলার বাদী ব্যাংকের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এবং ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট সামশুল আলম ও অ্যাডভোকেট কবির আহমদসহ বিপুলসংখ্যক আইনজীবী।
মামলার বিষয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক এস ভিপি জামাল উদ্দীন বলেন, ‘ব্যক্তির প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। ইসলামী ব্যাংকের পাওনা আদায়ে আমাদের সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ জনগণের আমানতের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, আকিজ ও মিফতাহর বিরুদ্ধে মামলা করেছে ইসলামী ব্যাংক। আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের পক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান।
ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার স্থগিত হিসাব থেকে টাকা উঠিয়ে বিজনেস ডেভেলপমেন্ট খরচের নামে নিজেরা আত্মসাৎ করেন এস আলম গ্রুপের সংশ্লিষ্টরা।
দেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের পিএস একসময়ের ইসলামী ব্যাংকের দাপুটে ডিএমডি আকিজ উদ্দিন ও মিফতাহ উদ্দিনের নির্দেশে এসব টাকা আত্মসাতের কর্মকাণ্ড চালানো হয় বলে জানা গেছে।
ব্যাংকের স্থগিত হিসাব থেকে টাকা তুলে আত্মসাৎ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান, পিএস আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিন ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় রয়েছেন গ্রুপের ম্যানেজার আরিফ আহমেদ, ক্যাশিয়ার ইফতেখার উদ্দিন, সিরাজুল কবির, মোস্তান বিল্লাহ আদিল, রবিউল হোসেন, আনিস উদ্দীন, হুন্ডি ব্যবসায়ী আকরাম হোসেন মিনহাজ ও আবুল বশর।
মামলার বাদী ব্যাংকের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এবং ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট সামশুল আলম ও অ্যাডভোকেট কবির আহমদসহ বিপুলসংখ্যক আইনজীবী।
মামলার বিষয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক এস ভিপি জামাল উদ্দীন বলেন, ‘ব্যক্তির প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। ইসলামী ব্যাংকের পাওনা আদায়ে আমাদের সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ জনগণের আমানতের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
হবিগঞ্জ জেলায় ১১৯টি ইটভাটা চলছে। এর মধ্যে ২৪টিই চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া। এসব ইটভাটার কালো ধোঁয়া, ধুলা-বালু আর বিষাক্ত গ্যাসে আশপাশের জমির ফসল, বসতবাড়ির গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধোঁয়ায় ইটভাটার আশপাশের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।
৬ মিনিট আগেসাতক্ষীরা জেলাব্যাপী আম পাড়ার ধুম পড়েছে। এবার আমের ব্যাপক ফলন হলেও দাম নিয়ে হতাশার কথা জানিয়েছেন চাষিরা। তাঁরা বলছেন, বাজারে পাইকারি যে দামে আম বিক্রি হচ্ছে, তাতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না।
১০ মিনিট আগেরংপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপির মহিলা সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ওই নারী। ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে পরিষদে বসেন না চেয়ারম্যান। এতে করে সেবাবঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
১৫ মিনিট আগেসুপেয় পানির সংকট নেই, এমন বাড়িতেও বৃষ্টির পানি ধরে রাখার জন্য ট্যাংক রাখা হয়েছে। এমন ট্যাংক দেওয়ার জন্য নেওয়া হয়েছে ঘুষ। এদিকে যেসব ট্যাংক দেওয়া হয়েছে, সেগুলো নিম্নমানের। কিছুদিন পরই সেসব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
৩১ মিনিট আগে