Ajker Patrika

নোয়াখালীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী ২ শিশু নিহত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে সাইকেলকে চাপা দেওয়া ট্রাক। ছবি: সংগৃহীত
নোয়াখালীতে সাইকেলকে চাপা দেওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

নোয়াখালীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী দুই শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাইজদী-চরমটুয়া সড়কে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।

নিহত দুজন হলো বৈকুণ্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত হোসেন (৮) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের মেয়ে আসমা আক্তার (৮)। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন। দুজনই বৈকুণ্ঠপুর ফরিদাবাদ কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে আসমার বাবা আবুল কালামের সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল আসমা ও আরাফাত। সাইকেলটি মাইজদী-চরমটুয়া সড়কে উঠলে মাইজদী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। তাতে সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে সাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আরাফাত ও আসমা। গুরুতর আহত অবস্থায় কালামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত