কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রচুর গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ এবং বিমান হামলার ঘটনা ঘটছে। এদিকে আজ শনিবার সকাল থেকে মংডুর কাছাকাছি বলিবাজার, রাসিডং এলাকার বাড়ি-ঘরে আগুন জ্বলতে দেখা গেছে। এসব ঘটনায় সীমান্তের এপারে কক্সবাজারের টেকনাফের বাসিন্দারা আতঙ্কে আছেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের আঁচ লেগেছে বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে। প্রথমে নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্তে সংঘাতের পর মিয়ানমারের সরকারি বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) হটিয়ে বাংলাদেশ সীমান্তের তমব্রু রাইট ও লেফট ক্যাম্প এবং ঢেঁকিবুনিয়া সীমান্তচৌকির দখল নেয় বিদ্রোহী আরকান আর্মি।
সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, বিদ্রোহীরা রাখাইনের গুরুত্বপূর্ণ জেলা শহর মংডুর নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মংডুর আশপাশের কয়েকটি সীমান্তচৌকির দখল নিয়েছে। মংডু জেলার বিপরীতে এপারের টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, সাবরাং ও টেকনাফ পৌরসভা। তিন দিন পুরো সীমান্ত শান্ত থাকার পর দুই দিন ধরে এই সীমান্তে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের বিকট শব্দে এপার কেঁপে উঠছে।
হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তারেক মাহমুদ রনি বলেন, ‘২০১৭ সালের পর আবারও দাউদাউ আগুনে পুড়ছে মিয়ানমারের আরকান রাজ্য।’
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে মংডু শহরের আশপাশে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। মর্টার শেলের বিকট শব্দে এপারের মানুষ ঘুমাতে পারছে না এবং আতঙ্কে আছে।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, ‘তিন দিন সীমান্ত পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। বিকট শব্দে মাঝে মাঝে এপারও কেঁপে উঠছে।’
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীও একই পরিস্থিতির কথা জানিয়ে বলেন, দুই দিনে লড়াই আগের চেয়ে তীব্র হয়েছে। আজ শনিবার সকাল থেকে রাখাইনের কয়েকটি স্থানে আগুন দেখা যায়। এ নিয়ে সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, কিছু এলাকায় গোলাগুলি ও বিকট শব্দ শোনা যাচ্ছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের কাছাকাছি থাকা লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। পাশাপাশি অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রচুর গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ এবং বিমান হামলার ঘটনা ঘটছে। এদিকে আজ শনিবার সকাল থেকে মংডুর কাছাকাছি বলিবাজার, রাসিডং এলাকার বাড়ি-ঘরে আগুন জ্বলতে দেখা গেছে। এসব ঘটনায় সীমান্তের এপারে কক্সবাজারের টেকনাফের বাসিন্দারা আতঙ্কে আছেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের আঁচ লেগেছে বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে। প্রথমে নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্তে সংঘাতের পর মিয়ানমারের সরকারি বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) হটিয়ে বাংলাদেশ সীমান্তের তমব্রু রাইট ও লেফট ক্যাম্প এবং ঢেঁকিবুনিয়া সীমান্তচৌকির দখল নেয় বিদ্রোহী আরকান আর্মি।
সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, বিদ্রোহীরা রাখাইনের গুরুত্বপূর্ণ জেলা শহর মংডুর নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মংডুর আশপাশের কয়েকটি সীমান্তচৌকির দখল নিয়েছে। মংডু জেলার বিপরীতে এপারের টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, সাবরাং ও টেকনাফ পৌরসভা। তিন দিন পুরো সীমান্ত শান্ত থাকার পর দুই দিন ধরে এই সীমান্তে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের বিকট শব্দে এপার কেঁপে উঠছে।
হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তারেক মাহমুদ রনি বলেন, ‘২০১৭ সালের পর আবারও দাউদাউ আগুনে পুড়ছে মিয়ানমারের আরকান রাজ্য।’
টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে মংডু শহরের আশপাশে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। মর্টার শেলের বিকট শব্দে এপারের মানুষ ঘুমাতে পারছে না এবং আতঙ্কে আছে।’
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, ‘তিন দিন সীমান্ত পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। বিকট শব্দে মাঝে মাঝে এপারও কেঁপে উঠছে।’
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীও একই পরিস্থিতির কথা জানিয়ে বলেন, দুই দিনে লড়াই আগের চেয়ে তীব্র হয়েছে। আজ শনিবার সকাল থেকে রাখাইনের কয়েকটি স্থানে আগুন দেখা যায়। এ নিয়ে সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, কিছু এলাকায় গোলাগুলি ও বিকট শব্দ শোনা যাচ্ছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের কাছাকাছি থাকা লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। পাশাপাশি অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে