Ajker Patrika

নিউইয়র্কে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউইয়র্কে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি তরুণীর মৃত্যু

আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি ছাত্রীকে স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ইউটিকা স্টেশনের কাছে সাবওয়ে লাইনে ধাক্কা দিয়ে ফেলে দেয় কয়েক দুর্বৃত্ত। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

নিহত জিনাত হোসেন নিউইয়র্কের হান্টার কলেজের ছাত্রী। তিনি ২০১৫ সালে বাবা মায়ের সঙ্গে নিউইয়র্কে আসেন। থাকতেন ব্রুকলিনে এইটথ অ্যাভিনিউতে। 

নিউইয়র্ক পুলিশের বরাতে নিহতের পরিবারের ঘনিষ্ঠরা বলেছেন, পুলিশ মনে করছে—জিনাতকে ইউটিকা স্টেশনে যারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাঁরা ছিনতাইকারী। তাঁরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ছিটকে পড়ে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। 
 
নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ও জিনাতের খালু ডা. এনামুল হক বলেন, ‘পুলিশ বলছে ইউটিকা স্টেশন থেকে জিনাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন কীভাবে সে ম্যানহাটন থেকে ইউটিকা স্টেশনে গেল তা বোঝা যাচ্ছে না।’ 
 
শুক্রবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্ত চলছিল। তদন্ত শেষে মরদেহ হস্তান্তর বিষয়ে ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশের সঙ্গে নিহতের পরিবার ও বাংলাদেশি কমিউনিটির কয়েক নেতার বৈঠক চলছিল। 
 
জিনাত আমির ও জেসমিন দম্পতির কন্যা। তাঁদের ছেলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। আমির হোসেনের ঢাকার ঠাঁটারীবাজারে ওষুধের ব্যবসা ছিল। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামে। 

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মাহফুজ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জিনাতের মৃত্যুর খবরে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই আতঙ্কিত। কমিউনিটির সদস্যদের কেউ কেউ মনে করছেন যারা জিনাতকে ধাক্কা দিয়েছে তাঁরা সম্ভবত তাঁর সহপাঠী।’ 
 
মাহফুজ আরও বলেন, ‘বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ব্রুকলিনে গত কয়েক মাসে সাবওয়েতে অপরাধ বেড়েছে। এসব এলাকায় অহরহ গোলাগুলি হচ্ছে। কমিউনিটির নেতারা ট্রেনে চড়া ও পথে চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত