Ajker Patrika

কক্সবাজারে হোটেলে এক পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০২: ২৫
কক্সবাজারে হোটেলে এক পর্যটকের মৃত্যু

কক্সবাজারের শহরের কলাতলী এলাকায় এক হোটেলে এম মাহাবুবুজ্জামান (৪১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মাহাবুবুজ্জামান ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের মো. বদিউজ্জামানের ছেলে। 

জানা যায়, শুক্রবার দুই বন্ধুসহ কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি-ক্রাউনের একটি কক্ষে উঠেছিলেন মাহাবুবুজ্জামান। হোটেল কক্ষে অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, হোটেল সি-ক্রাউনের ৪০৪ নম্বর কক্ষে এস এম মাহাবুজ্জামান ও তাঁর দুই বন্ধু উঠেছিলেন। দুপুর আড়াইটার দিকে তিনি সমুদ্রে গোসল করে নিজ কক্ষে ফিরে আবারও গরম পানি দিয়ে গোসল করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। 

মহিউদ্দিন আহমেদ আরও জানান, মাহাবুজ্জামানের ছোট ভাই মো. মার্শাল ঘটনার পর বিমানযোগে কক্সবাজার এসেছেন। তিনি ময়নাতদন্ত ছাড়াই তাঁর মৃতদেহ দাফনের জন্য কক্সবাজার সদর থানায় আবেদন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত