Ajker Patrika

চমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক ফেনীতে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৯
চমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক ফেনীতে উদ্ধার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া পাঁচ দিন বয়সী এক নবজাতককে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ফেনীর পরশুরাম থেকে ওই নবজাতককে উদ্ধারের পাশাপাশি চুরির ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানার পুলিশ।

গ্রেপ্তার দুজন সম্পর্কে মা-মেয়ে। তাঁদের বাড়ি ফেনীর পরশুরামে। তাঁরা হলেন খারু আক্তার (৪২) ও তাঁর মেয়ে নাসিমা আক্তার (২৩)।

গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউ থেকে নবজাতক চুরি হয় বলে থানায় অভিযোগ করেন তার বাবা মো. নোমান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, বাবার অভিযোগ পাওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করেন তাঁরা। পাশাপাশি বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে রাতেই ফেনীতে অভিযান চালান। ভোরে নাসিমার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

এর আগে নবজাতকটির বাবা পুলিশের কাছে অভিযোগ করেন, সকাল ৮টার দিকে বাচ্চাটি বিছানাতেই ছিল। বেলা ২টা পর্যন্ত ওয়ার্ডে চিকিৎসকদের রাউন্ড থাকায় কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ২টার পর ওয়ার্ডে গিয়ে বিছানায় বাচ্চা না পেয়ে দায়িত্বরত নার্সদের জিজ্ঞাসা করলে তাঁরা কিছু বলতে পারেননি। পরে বাচ্চাটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত