Ajker Patrika

নাশকতা মামলায় চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
নাশকতা মামলায় চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সুরা সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী ওরফে লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে (রোববার) সকালে উপজেলার বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার লিটন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের মধ্যম সলিমপুর (আব্দুল্লাহ ঘাটা) এলাকার ইউনুস মিয়া চৌধুরী বাড়ির মৃত সিদ্দিক আহমেদ চৌধুরীর ছেলে। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’

ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘একাধিক মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থানের খবর পেয়ে বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত