Ajker Patrika

রোয়াংছড়িতে ঝিরি থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২: ৫০
রোয়াংছড়িতে ঝিরি থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়ির আলেচুপাড়া (মহিলা কারবারি) এলাকার ঞংবাংম্রং ঝিরি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারবারি পাড়াসংলগ্ন পাহাড়ে জুমের কাজ করার জন্য বাড়ি থেকে বের হন ওই নারী। পরে সন্ধ্যায়ও বাড়ি না ফিরলে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। পরে রাতে ঝিরি থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ধারণা, জঙ্গলে তাঁকে ধর্ষণ করে কয়েকজন। পরে তাঁকে হত্যা করে পাহাড়ের পাদদেশে ঝিরিতে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতের বাবা বলেন, বৃহস্পতিবার নিজ হলুদখেতে হলুদ সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় একা পেয়ে ধর্ষণ করে পরে হত্যা করে পালিয়ে যায় কয়েকজন। এ ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি দাবি করেন তিনি। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত