Ajker Patrika

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ইউক্রেনের দুই নাবিকের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ইউক্রেনের দুই নাবিকের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজে ইউক্রেনের দুই নাবিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুজনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দুজনের মধ্যে একজন জাহাজেই মারা যান। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। চিকিৎসক মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। 

মৃত নাবিকরা হলেন-৩১ বছর বয়সী ইয়েরমাক ও ৫১ বছর বয়সী ইয়েটসেনকো। 

বন্দর সূত্রে জানা গেছে, তাঁরা দুজনই বন্দরে নোঙর করা মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এম ভি এপি এস্টারিয়া জাহাজের নাবিক। জাহাজটি সার নিয়ে মিশরের সোখনা বন্দর থেকে রওনা দিয়ে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে পৌঁছায়। 

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, 'বৃহস্পতিবার তাঁরা দুজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ইয়েরমাক জাহাজেই আর ইয়েটসেনকো বন্দর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তাঁর বুকে ব্যথা ছিল। তবে তাঁদের মধ্যে করোনার কোনো লক্ষণ বা শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।' 
 
চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জানান, জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট শোরলাইন শিপিংয়ে লোকজন তাঁদের মরদেহ শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। তবে তাঁদের যেহেতু আগেই মৃত্যু হয়েছে সেহেতু কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। 
 
হাসপাতালে স্থানীয় শিপিং এজেন্টদের যোগাযোগের যে দুটো ফোন নম্বর দেওয়া হয়েছে শুক্রবার রাতে ফোন করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত