চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজে ইউক্রেনের দুই নাবিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুজনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দুজনের মধ্যে একজন জাহাজেই মারা যান। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। চিকিৎসক মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
মৃত নাবিকরা হলেন-৩১ বছর বয়সী ইয়েরমাক ও ৫১ বছর বয়সী ইয়েটসেনকো।
বন্দর সূত্রে জানা গেছে, তাঁরা দুজনই বন্দরে নোঙর করা মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এম ভি এপি এস্টারিয়া জাহাজের নাবিক। জাহাজটি সার নিয়ে মিশরের সোখনা বন্দর থেকে রওনা দিয়ে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে পৌঁছায়।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, 'বৃহস্পতিবার তাঁরা দুজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ইয়েরমাক জাহাজেই আর ইয়েটসেনকো বন্দর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তাঁর বুকে ব্যথা ছিল। তবে তাঁদের মধ্যে করোনার কোনো লক্ষণ বা শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।'
চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জানান, জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট শোরলাইন শিপিংয়ে লোকজন তাঁদের মরদেহ শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। তবে তাঁদের যেহেতু আগেই মৃত্যু হয়েছে সেহেতু কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
হাসপাতালে স্থানীয় শিপিং এজেন্টদের যোগাযোগের যে দুটো ফোন নম্বর দেওয়া হয়েছে শুক্রবার রাতে ফোন করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজে ইউক্রেনের দুই নাবিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুজনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দুজনের মধ্যে একজন জাহাজেই মারা যান। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। চিকিৎসক মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
মৃত নাবিকরা হলেন-৩১ বছর বয়সী ইয়েরমাক ও ৫১ বছর বয়সী ইয়েটসেনকো।
বন্দর সূত্রে জানা গেছে, তাঁরা দুজনই বন্দরে নোঙর করা মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এম ভি এপি এস্টারিয়া জাহাজের নাবিক। জাহাজটি সার নিয়ে মিশরের সোখনা বন্দর থেকে রওনা দিয়ে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে পৌঁছায়।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, 'বৃহস্পতিবার তাঁরা দুজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ইয়েরমাক জাহাজেই আর ইয়েটসেনকো বন্দর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তাঁর বুকে ব্যথা ছিল। তবে তাঁদের মধ্যে করোনার কোনো লক্ষণ বা শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।'
চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জানান, জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট শোরলাইন শিপিংয়ে লোকজন তাঁদের মরদেহ শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসেন। তবে তাঁদের যেহেতু আগেই মৃত্যু হয়েছে সেহেতু কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
হাসপাতালে স্থানীয় শিপিং এজেন্টদের যোগাযোগের যে দুটো ফোন নম্বর দেওয়া হয়েছে শুক্রবার রাতে ফোন করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং।’
১৭ মিনিট আগেকক্সবাজার উপকূলে নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ১২০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১১টি নৌকা, বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। গতকাল শুক্রবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ দিয়ে এই অভিযান চালানো হয়। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য
২২ মিনিট আগেফরিদপুরের সালথায় আকিকার মাংস ভাগাভাগি নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব থেকে হিংসা-প্রতিহিংসা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। আধিপত্য ধরে রাখতে সর্বশেষ এক পক্ষ সহস্রাধিক লোক ভাড়া করে এনে প্রতিপক্ষের অন্তত ৩০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুট করেছে বলে অভিযোগ উঠেছে।
২৮ মিনিট আগেগাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) বিকেল ৫টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলাকালীন এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে