Ajker Patrika

শামুক কুড়াতে গিয়ে চেঙ্গী নদীতে ডুবে তরুণী ও কিশোরীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাগড়াছড়ি সদরে চেঙ্গী নদীতে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুজন মারা গেছে। একজন তরুণী, অপরজন কিশোরী। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তরুণী ও কিশোরী হলেন ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া এলাকার রূপায়ণ চাকমার মেয়ে রিয়া চাকমা (২০) ও বিদেশি চাকমার মেয়ে পিয়াসি চাকমা (১৪)। রিয়া চাকমা শারীরিক প্রতিবন্ধী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, রিয়া, পিয়াসিসহ পাঁচ মেয়ে চেঙ্গী নদীর পাড়ে শামুক সংগ্রহ করতে যায়। এ সময় রিয়া পানিতে পড়ে যান। তাঁকে বাঁচাতে নেমে পিয়াসিও ডুবে যায়। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্যরা বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে নদীতে জাল ফেলে ওই দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত