Ajker Patrika

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ১৫, আটক ৮৯ 

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৮: ৩২
ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ১৫, আটক ৮৯ 

চাঁদপুরে পদ্মা-মেঘনা নৌ সীমানায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার সকালে পদ্মা-মেঘনার লক্ষ্মীরচর, কাঁচিকাটাচরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় জেলেরা ইটপাটকেল ছুড়ে মারলে তাঁরা আহত হন।

হামলায় গুরুতর আহত চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান, পুলিশ সদস্য বাবুল কান্তি দেন, আবুল বাসার, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, অনিলসহ পুলিশের ১০-১২ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মতলব উত্তরের মোহনপুর এলাকার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তবে জেলেদের মধ্য কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে নৌ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩ নৌকাসহ ৮৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩ কোটি ১ লাখ ৫৯ হাজার ৮৬০ মিটার জাল উদ্ধার, ৪৬৭ কেজি ইলিশ ও ৩৩টি নৌকা জব্দ করা হয়। চারটি মোবাইল কোর্ট ও ৮ মামলা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান, বাকি ৩ জনকে ১২ হাজার টাকা জরিমানা এবং নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রতিদিনই জেলেরা হামলা করেন। এতে পুলিশ সদস্যরা প্রায়ই আহত হন। এ হামলার ঘটনায় যৌথ অভিযানে নেমেছে সংশ্লিষ্ট প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত