চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজু মুন্সি নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। পরীক্ষার হলে নকল করার অপরাধে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এই হুমকি দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগী ওই শিক্ষকের।
আজ সোমবার দুপুরে মোবাইলে ও সরাসরি এই হুমকি দেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক।
ভুক্তভোগী শিক্ষকের নাম নাম তানভীর হাসান মিথুন। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক। অন্যদিকে অভিযুক্ত রাজু মুন্সি শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতা।
ভুক্তভোগী শিক্ষক তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কিছুদিন আগে বাংলা বিভাগে অতিথি শিক্ষক হিসেবে পরীক্ষার হলে দায়িত্ব পালন করি। এ সময় এনজয় বড়ুয়া নামে এক শিক্ষার্থীকে নকল করার সময় মোবাইল ফোনসহ ধরে ফেলি। পরে কাছে থাকা মোবাইল ফোনটি জব্দ করে বাংলা বিভাগের পরীক্ষা কমিটির হাতে তুলে দিই। কিন্তু আজকে হঠাৎ ছাত্রলীগের নেতা রাজু মুন্সি আমাকে কল দিয়ে ওই ছেলের (এনজয় বড়ুয়া) বরাত দিয়ে হুমকি দেয়। সে বলে যে, সে (রাজু মুন্সি) নাকি আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়েছে। সে আরও বলে, আমি কি তোকে আমাদের ছেলে-পেলেদের নকল ধরার জন্য শিক্ষক বানিয়েছি?’
ভুক্তভোগী ওই শিক্ষক আরও বলেন, ‘ফোনকলে সে আমাকে মারার সুপারি পেয়েছে বলে হুমকি দেয়। সে বলে যে আমি ক্যাম্পাসে আসলে নাকি আমাকে মারবে। আমার ডিপার্টমেন্টেও সে ভাঙচুর করবে বলে হুমকি দেয়। এ সময় আমি তাঁর সঙ্গে সরাসরি দেখা করতে চাইলে আমাকে সে প্রশাসনিক ভবনের সামনে আসতে বলে। আমি ওখানে গেলে রাজু মুন্সি, এনজয় বড়ুয়াসহ আরও একজন এসে একই রকম হুমকি ধামকি দিতে থাকে। পরবর্তীতে আমি দ্রুত ওই স্থান ত্যাগ করে চলে আসি। পরে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। শিক্ষক সমিতিকেও জানাব। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা রাজু মুন্সিকে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনিক জায়গা থেকে কঠোরভাবে বিষয়টি দেখব।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজু মুন্সি নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। পরীক্ষার হলে নকল করার অপরাধে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এই হুমকি দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগী ওই শিক্ষকের।
আজ সোমবার দুপুরে মোবাইলে ও সরাসরি এই হুমকি দেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক।
ভুক্তভোগী শিক্ষকের নাম নাম তানভীর হাসান মিথুন। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক। অন্যদিকে অভিযুক্ত রাজু মুন্সি শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতা।
ভুক্তভোগী শিক্ষক তানভীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কিছুদিন আগে বাংলা বিভাগে অতিথি শিক্ষক হিসেবে পরীক্ষার হলে দায়িত্ব পালন করি। এ সময় এনজয় বড়ুয়া নামে এক শিক্ষার্থীকে নকল করার সময় মোবাইল ফোনসহ ধরে ফেলি। পরে কাছে থাকা মোবাইল ফোনটি জব্দ করে বাংলা বিভাগের পরীক্ষা কমিটির হাতে তুলে দিই। কিন্তু আজকে হঠাৎ ছাত্রলীগের নেতা রাজু মুন্সি আমাকে কল দিয়ে ওই ছেলের (এনজয় বড়ুয়া) বরাত দিয়ে হুমকি দেয়। সে বলে যে, সে (রাজু মুন্সি) নাকি আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়েছে। সে আরও বলে, আমি কি তোকে আমাদের ছেলে-পেলেদের নকল ধরার জন্য শিক্ষক বানিয়েছি?’
ভুক্তভোগী ওই শিক্ষক আরও বলেন, ‘ফোনকলে সে আমাকে মারার সুপারি পেয়েছে বলে হুমকি দেয়। সে বলে যে আমি ক্যাম্পাসে আসলে নাকি আমাকে মারবে। আমার ডিপার্টমেন্টেও সে ভাঙচুর করবে বলে হুমকি দেয়। এ সময় আমি তাঁর সঙ্গে সরাসরি দেখা করতে চাইলে আমাকে সে প্রশাসনিক ভবনের সামনে আসতে বলে। আমি ওখানে গেলে রাজু মুন্সি, এনজয় বড়ুয়াসহ আরও একজন এসে একই রকম হুমকি ধামকি দিতে থাকে। পরবর্তীতে আমি দ্রুত ওই স্থান ত্যাগ করে চলে আসি। পরে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। শিক্ষক সমিতিকেও জানাব। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা রাজু মুন্সিকে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনিক জায়গা থেকে কঠোরভাবে বিষয়টি দেখব।’
রাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটে।
২৪ মিনিট আগেচট্টগ্রামের খুলশী থানা-পুলিশ অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়্যারলেস বার্তা ফাঁস করার অভিযোগে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত অমি দাশ পুলিশ টেলিটক ইউনিটের কনস্টেবল।
১ ঘণ্টা আগেযশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নিজেকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে শার্শা থানা-পুলিশ অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী মুবায়দুল রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে। তিনি শার্শার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারা যাচ্ছে বিলের মাছ। গত কয়েক দিন ধরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বিলের পানিতে মাছগুলো ভেসে উঠতে থাকে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৎস্যচাষি আব্দুল আলীম সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর
২ ঘণ্টা আগে