কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ (৫২) মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ফেরার পথে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মিছিল থেকে শহিদুল্লাহ হার্টঅ্যাটাক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
সদ্য পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত শহিদুল্লাহ মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অনেক গুনগ্রাহী রেখেছেন। তাঁর মৃত্যুতে পেকুয়ার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যুতে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, মোহাম্মদ শহিদুল্লাহ অত্যন্ত জনপ্রিয় ও কর্মী বান্ধব নেতা ছিলেন। তিনি দুইবার টইটং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী জানান, মোহাম্মদ শহিদুল্লাহর আকস্মিক মৃত্যুতে মহান বিজয় দিবসের পূর্ব নির্ধারিত আজকের দলীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে।
জানা গেছে, আজ শুক্রবার মাগরিবের পর মৃত শহিদুল্লাহর জানাজা টইটং উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ (৫২) মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ফেরার পথে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মিছিল থেকে শহিদুল্লাহ হার্টঅ্যাটাক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
সদ্য পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত শহিদুল্লাহ মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অনেক গুনগ্রাহী রেখেছেন। তাঁর মৃত্যুতে পেকুয়ার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যুতে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, মোহাম্মদ শহিদুল্লাহ অত্যন্ত জনপ্রিয় ও কর্মী বান্ধব নেতা ছিলেন। তিনি দুইবার টইটং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী জানান, মোহাম্মদ শহিদুল্লাহর আকস্মিক মৃত্যুতে মহান বিজয় দিবসের পূর্ব নির্ধারিত আজকের দলীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে।
জানা গেছে, আজ শুক্রবার মাগরিবের পর মৃত শহিদুল্লাহর জানাজা টইটং উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
৩ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
৩ ঘণ্টা আগে