Ajker Patrika

কক্সবাজারের সৌন্দর্য বৃদ্ধিতে মৎস্য অবতরণকেন্দ্র আধুনিকায়ন করা হচ্ছে: উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে মৎস্য অবতরণকেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার আধুনিকায়ন প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারে মৎস্য অবতরণকেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার আধুনিকায়ন প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য বাড়ানোর জন্য স্থানীয় মৎস্য অবতরণকেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে।

উপদেষ্টা আজ বৃহস্পতিবার সকালে নুনিয়ারছড়ায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণকেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার আধুনিকায়ন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি জানান, নির্মাণকাজ শেষ হলে এটি হবে জেলার একমাত্র স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মৎস্য অবতরণকেন্দ্র।

স্বাস্থ্যসম্মত উপায়ে সামুদ্রিক মাছে অবতরণ, অপচয় হ্রাস ও মৎস্য বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতা জোরদারকরণে স্থাপন করা হচ্ছে এই মৎস্য অবতরণকেন্দ্র ও পাইকারি বাজার। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় ২৩২ কোটি টাকা ব্যয়ে বাঁকখালী নদীর পশ্চিম তীরে ৩ দশমিক ৭০ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর কাজ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএফডিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত স্যাইদা শিনিচি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রউফ, বাংলাদেশে জাইকার প্রধান ইচিগুচি টামোহাইদ, অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তর ও জাইকার কর্মকর্তা, মৎস্যজীবী, ব্যবসায়ী, ফিশিং বোটমালিক সমিতির নেতারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত