চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে মাঠে মাঠে দোল খাচ্ছে পাকা ধান। এতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। এর মধ্যে পাকা ধান কাটা শুরু হয়েছে। চলছে পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার মৌসুমের শুরুতেই খুব একটা বৃষ্টি হয়নি। খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় জমিতে পানি দিতে পেরেছেন কৃষকেরা। তবে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় ধান উৎপাদনে বাড়তি খরচ হয়েছে। আগে এক বিঘা জমিতে সেচের খরচ হইতো ১ হাজার ৫০০ টাকার মতো, কিন্তু এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার টাকার বেশি। এ ছাড়া ধান কাটার ও মাড়াইয়ের কামলা খরচ বেড়েছে গত বছরের চাইতে অনেক বেশি। এসব কারণে বোরো ধান উৎপাদনে খরচ বেড়েছে।
এ বিষয়ে রাজ্জাকপুর গ্রামের কৃষক কবির হোসেন জানান, এ বছর বৃষ্টি তেমন হয়নি, যে কারণে গত বছরের চেয়ে এবার সেচ খরচ বেশি হয়েছে। আগাছা নিড়ানি, মাটি কাছলানি, পরিমাণমতো সার-কীটনাশক দিতে গিয়ে ব্যয় বেড়েছে। তবে আমাদের এলাকার প্রতিটি মাঠে এখন পাকা ধান বাতাসে দোল খাচ্ছে। এবার অন্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। মাঠের দিকে চোখ পড়লে মনটা আনন্দে ভরে যায়।
খালিশপাড়া গ্রামের বর্গাচাষি কামাল হোসেন জানান, ‘সরকার এখনো ধান কেনা শুরু করেনি। গত বছর ১ হাজার ৮০ টাকা মণ হিসেবে ধান কিনেছিল সরকার। এবার গতবারের দামে ধান কিনলে আমাদের লোকসান হবে।’
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার প্রায় সব এলাকায় হাইব্রিড ধান ও স্থানীয় বিভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে। উপজেলার প্রায় ৩ হাজার কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে। বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ৭০০ হেক্টর জমি। এর মধ্যে আবাদ করা হয়েছে ৭ হাজার ৩০০ হেক্টর জমি।
উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেন জানান, গ্রামে গ্রামে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ফলে গতবারের তুলনায় এ বছর ধানের ভালো উৎপাদন হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সিরাজুল ইসলাম জানান, ‘আমরা এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি। কৃষকের স্বপ্নের সোনালি ফসল ঘরে তোলা শুরু হয়েছে। কৃষি অফিস থেকে ধান কেনার ব্যাপারে সরকারের নির্দেশনা অচিরেই ঘোষণা দেওয়া হবে।’
নোয়াখালীর চাটখিলে মাঠে মাঠে দোল খাচ্ছে পাকা ধান। এতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। এর মধ্যে পাকা ধান কাটা শুরু হয়েছে। চলছে পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার মৌসুমের শুরুতেই খুব একটা বৃষ্টি হয়নি। খাল-বিলে পর্যাপ্ত পানি থাকায় জমিতে পানি দিতে পেরেছেন কৃষকেরা। তবে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় ধান উৎপাদনে বাড়তি খরচ হয়েছে। আগে এক বিঘা জমিতে সেচের খরচ হইতো ১ হাজার ৫০০ টাকার মতো, কিন্তু এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার টাকার বেশি। এ ছাড়া ধান কাটার ও মাড়াইয়ের কামলা খরচ বেড়েছে গত বছরের চাইতে অনেক বেশি। এসব কারণে বোরো ধান উৎপাদনে খরচ বেড়েছে।
এ বিষয়ে রাজ্জাকপুর গ্রামের কৃষক কবির হোসেন জানান, এ বছর বৃষ্টি তেমন হয়নি, যে কারণে গত বছরের চেয়ে এবার সেচ খরচ বেশি হয়েছে। আগাছা নিড়ানি, মাটি কাছলানি, পরিমাণমতো সার-কীটনাশক দিতে গিয়ে ব্যয় বেড়েছে। তবে আমাদের এলাকার প্রতিটি মাঠে এখন পাকা ধান বাতাসে দোল খাচ্ছে। এবার অন্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। মাঠের দিকে চোখ পড়লে মনটা আনন্দে ভরে যায়।
খালিশপাড়া গ্রামের বর্গাচাষি কামাল হোসেন জানান, ‘সরকার এখনো ধান কেনা শুরু করেনি। গত বছর ১ হাজার ৮০ টাকা মণ হিসেবে ধান কিনেছিল সরকার। এবার গতবারের দামে ধান কিনলে আমাদের লোকসান হবে।’
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার প্রায় সব এলাকায় হাইব্রিড ধান ও স্থানীয় বিভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে। উপজেলার প্রায় ৩ হাজার কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে। বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ৭০০ হেক্টর জমি। এর মধ্যে আবাদ করা হয়েছে ৭ হাজার ৩০০ হেক্টর জমি।
উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেন জানান, গ্রামে গ্রামে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ফলে গতবারের তুলনায় এ বছর ধানের ভালো উৎপাদন হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সিরাজুল ইসলাম জানান, ‘আমরা এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি। কৃষকের স্বপ্নের সোনালি ফসল ঘরে তোলা শুরু হয়েছে। কৃষি অফিস থেকে ধান কেনার ব্যাপারে সরকারের নির্দেশনা অচিরেই ঘোষণা দেওয়া হবে।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৯ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে